IED Attack Averted In J&K: কাশ্মীরে বানচাল বড়সড় বিস্ফোরণের ছক

শুক্রবার জম্মু ও কাশ্মীরের মানুষকে একটা বড় আইইডি হামলার হাত থেকে রক্ষা করল ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি।

ফাইল ফটো

শুক্রবার জম্মু ও কাশ্মীরের মানুষকে একটা বড় আইইডি হামলার (major IED attack) হাত থেকে রক্ষা করল (averted) ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি। ভারতীয় সেনার (Indian Army) তরফে জানানো হয়েছে, হান্দাওয়ারার (Handwara) কাছে শ্রীনগর-কুপওয়ারা হাইওয়েতে (Srinagar-Kupwara Highway) বড় আইইডি হামলার ছক করেছিল জঙ্গিরা।

তিনটি ১০ কিলোগ্রামের এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) সঙ্গে একটি উচ্চক্ষমতা সম্পন্ন আইইডি-র সংযোগ করে পুঁতে রাখা হয়েছিল ল্যাঙ্গাইত (Langait) এলাকার কাছে। কিন্তু, সেখানে কর্তব্যরত রোড ওপেনিং পার্টির সদস্যরা বিষয়টি দেখতে পান। কুপওয়ারার সঙ্গে শ্রীনগরের সংযোগকারী জাতীয় সড়কে আইইডি পুঁতে রাখা হয়েছিল। ওই এলাকায় দিয়ে কম করে এক হাজার সাধারণ মানুষের গাড়ি ও ২০০টি প্রতিরক্ষা সংস্থাগুলির গাড়ি বেরিয়ে যায়। ওখানে উপস্থিত এয়ার ডিফেন্সের একটি ইউনিট (Air Defence Unit) আইইডিটা শনাক্ত করে।



@endif