Mahua Moitra On PM Modi: মোদীর হারের পরিসংখ্যান দিয়ে লোকসভায় নয়া স্লোগান মহুয়া মৈত্রর, দেখুন ভাইরাল ভিডিয়ো

লোকসভায় ফিরেই তাঁর প্রথম ভাষণে সেই চেনা আক্রমণাত্মক মেজাজে ধরা দিলেন কৃষ্ণনগরের সাংসদ। সংসদে তৃণমূলের সবচেয়ে বেশী নজরকাড়া মহুয়া এদিন মোদীকে কটাক্ষ করে নয়া স্লোগান আনলেন।

Mahua Moitra (Photo Credit: ANI/Twitter)

নতুন দিল্লি, ১ জুলাই: Ek akela kitno pe bhari para: এবার লোকসভা ভোটের আগে একবারে কোণঠাসা ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে লোকসভা থেকে মহুয়াকে বহিষ্কার করা হয়েছিল। ইডি, সিবিআইয়ের বারবার তলবও চলছিল। তার ওপর আবার কৃষ্ণনগরে মহুয়াকে হারাতে হেভিওয়েট প্রার্থী দাঁড় করানো, প্রচারে সবশক্তি ঢেলে দিয়েছিলেন মোদী-শাহ-রা। কিন্তু তাতে লাভ হয়নি। সব সংশয় উড়িয়ে আবারও কৃষ্ণনগর থেকে জিতে লোকসভায় ফিরেছেন মহুয়া। আর লোকসভায় ফিরেই তাঁর প্রথম ভাষণে সেই চেনা আক্রমণাত্মক মেজাজে ধরা দিলেন কৃষ্ণনগরের সাংসদ। সংসদে তৃণমূলের সবচেয়ে বেশী নজরকাড়া মহুয়া এদিন মোদীকে কটাক্ষ করে নয়া স্লোগান আনলেন। স্লোগানের নাম, এক একলা কিতনো পে ভারী পারা। বাংলায় মানে 'একা একজন কতজনের চেয়ে ভারী পড়ল'। বিজেপি যেটা বারবার প্রচার করে, মোদী দেশের সব নেতার থেকে ভারী পড়ে যান। বিজেপি নেতাদের সেই কথাকেই পরিসংখ্যান দিয়ে বিদ্রুপ করলেন মহুয়া। মহুয়া বললেন, "দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা হয়েছিল, কিন্তু আমি ভয় পাইনি! সঙ্গে বলেন, বিজেপি আমায় তাড়িয়েছিল, মানুষ বিজেপির ৬৩ জন সাংসদকে তাড়িয়েছে।"

সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে বললেন, " আমাদের দেশে ৩৩ হাজার দেব-দেবী আছে। কিন্তু আমাদের গণতন্ত্রে সবচেয়ে বড় দেবতা হলেন'গণদেবতা'। সাধারণ মানুষ, 'লর্ড অফ দ্য পিপিল'। ওরা আপনাকে শাস্তি দিয়েছে। আপনি হয়তো আবার সরকার গড়েছেন, কিন্তু আপনার জয়টা এসেছে ঘুরপথে। মানুষ আপনাকে শিক্ষা দিয়েছে।" এরপর মহুয়া তথ্য তুলে ধরে বলেন, "মোদী বাংলায় বিজয় সঙ্কল্প যাত্রা দিয়ে প্রচার শুরু করেন। সেটা ছিল আরামবাগ লোকসভা কেন্দ্রে। তারপর তিনি কৃষ্ণনগর, তারপর বারসত, ২৯ মে প্রচারের শেষ দিনে যান কলকাতায়। আমার ওপর তো আপনার বিশেষ কৃপা ছিল আমার কেন্দ্রে দু'বার এসে প্রচার করেন। বিজেপি সেই সব কটি আসনে হারে। বাংলায় মাননীয় প্রধানমন্ত্রী মোট ২৩টি জনসভা করেন তার মধ্যে বিজেপি হারে ২০টি লোকসভা আসনে।"আরও পড়ুন-লোকসভায় বদলের হাওয়া! স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ শাহ-র! রাহুলকে বাধা মোদীর, দেখুন ভিডিয়ো

দেখুন মহুয়া মৈত্র-র ভাষণের ভিডিয়ো

মহুয়ার এই কথা শুনে বিরোধীরা সাংসদরা হাততালি দিতে থাকেন, উচ্ছ্বাস দেখান মহুয়ার পাশে বসে থাকা যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। এরপর কৃষ্ণনগরের সাংসদ বলেন, "মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী ১৮টি আসনে প্রচার করেন, এনডিএ এরগুলির মধ্যে হারে ১৫টি-তে। এক একলা কেতনো পে ভারী। মোদী পঞ্জাবের হোসিয়ারপুর, জলন্ধর, পাতিয়ালা, গুরুদাসপুরে প্রচার করেন। বিজেপি এখানে চারটি আসনেই হারে।" রাজস্থানে বিজেপির ১১টি আসনে হারের প্রসঙ্গও তোলেন মহুয়া।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now