Maharishi Valmiki International Airport: বদলে যাচ্ছে অযোধ্যা বিমানবন্দরের নাম, নতুন নামে শ্রদ্ধা রামায়ণের স্রষ্টাকে (দেখুন টুইট)
অযোধ্যা বিমানবন্দরের প্রথম পর্যায়ের নির্মাণকার্যে আনুমানিক ১,৪৫০ কোটি টাকা খরচ করা হয়েছে। সাড়ে ছ’হাজার বর্গমিটার এলাকা জুড়ে সেখানে তৈরি হয়েছে নতুন টার্মিনাল ভবন। ব্যস্ত সময়ে অন্তত ৬০০ জন যাত্রী সেখানে অপেক্ষা করতে পারবেন।
আগামী শনিবার(৩০ ডিসেম্বর) অযোধ্যার আন্তর্জাতিক মানের বিমানবন্দর (Ayodhya airport) উদ্বোধন করবেন (inaugurate) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। তবে নবরূপে সজ্জিত বিমানবন্দরের নাম পরিবর্তিত হচ্ছে। এ এন আই এর খবর , বিমানবন্দরের নাম রাখা হতে পারে রামায়ণের স্রষ্টা মহর্ষি বাল্মীকির নামে।অযোধ্যার বিমানবন্দরটি আগে মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দর (Maryada Purushottam Shri Ram International Airport) হিসাবে পরিচিত ছিল। এখন তাঁর নতুন নাম হতে চলেছে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যাধাম।
অযোধ্যা বিমানবন্দরের প্রথম পর্যায়ের নির্মাণকার্যে আনুমানিক ১,৪৫০ কোটি টাকা খরচ করা হয়েছে। সাড়ে ছ’হাজার বর্গমিটার এলাকা জুড়ে সেখানে তৈরি হয়েছে নতুন টার্মিনাল ভবন। ব্যস্ত সময়ে অন্তত ৬০০ জন যাত্রী সেখানে অপেক্ষা করতে পারবেন। সারা বছরে এর যাত্রীধারণ ক্ষমতা ১০ লাখের বেশি।
সূ্ত্রের খবর, দ্বিতীয় পর্যায়ে আরও একটি টার্মিনাল ভবন তৈরি করা হবে অযোধ্যা বিমানবন্দরে। ৫০ হাজার বর্গমিটারের সেই ভবনে ব্যস্ত সময়ে অন্তত তিন হাজার যাত্রী থাকতে পারবেন। বছরে তার যাত্রীধারণ ক্ষমতা হবে ৬০ লক্ষ।