Maharashtra: এক প্রেমিকের জন্য ২ কিশোরীর হাতাহাতি, চম্পট তরুণের, দেখুন কী হল
রিপোর্টে প্রকাশ, সম্প্রতি প্রেমিকের হাত ধরে বাসস্ট্যান্ডে আসে এক কিশোরী। তারা সেখানে থাকাকালীন আরও একজন এসে হাজির হয়। প্রেমিককে অন্য মেয়ের সঙ্গে দেখে দ্বিতীয়জন চলে যায় তাদের কাছে। এরপর দুই কিশোরীর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর শুরু হয়ে যায় হাতাহাতি।
মুম্বই, ২৬ অগাস্ট: একই প্রেমিকের জন্য দুই কিশোরীর লড়াই। প্রকাশ্যে বাসস্ট্যান্ডে দুই কিশোরী একে অপরের সঙ্গে লড়াই শুরু করে দেয় একজন প্রেমিকের জন্য। মহারাষ্ট্রের (Maharashtra) পৈঠানে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়।
রিপোর্টে প্রকাশ, সম্প্রতি প্রেমিকের হাত ধরে বাসস্ট্যান্ডে আসে এক কিশোরী। তারা সেখানে থাকাকালীন আরও একজন এসে হাজির হয়। প্রেমিককে অন্য মেয়ের সঙ্গে দেখে দ্বিতীয়জন চলে যায় তাদের কাছে। এরপর দুই কিশোরীর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর শুরু হয়ে যায় হাতাহাতি।
আরও পড়ুন: Sonali Phogat: অভিনেত্রী সোনালী ফোগাটের পানীয়তে মাদক, ছিল MDMA, বলছে পুলিশ
দুই প্রেমিকার হাতাহাতি, বচসার জেরে সেখান থেকে কোনওক্রমে প্রেমিক পালিয়ে যায়। গণ্ডগোল শুনে পুলিশ সেখানে হাজির হলে, প্রেমিকের খোঁজ পায়নি। দুই কিশোরীকে তুলে নিয়ে যায় পুলিশ। তবে পরে আবার তাদের ছেড়ে দেওয়া হয় বলে খবর। বিষয়টি নিয়ে পৈঠানে (Paithan) চাঞ্চল্য ছড়ায়।