Maharashtra Shocker: পকেটে মার্কিন পাসপোর্ট, সিন্ধুদুর্গের জঙ্গলে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার মহিলা

শনিবার ওই মহিলার কান্নার শব্দ শুনে, জঙ্গল থেকে হাত, পা বাধা অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর ওই মহিলাকে স্থানীয় সাওয়ান্তওয়াড়ি হাসপাতালে ভর্তি করা হয়। তবে মানসিকভাবে বিধ্বস্ত ওই মহিলার আরও ভাল চিকিৎসার প্রয়োজন মনে করে তাঁকে গোয়া মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।

Forest.jpg (Photo Credit: Wikipedia)

মুম্বই, ২৯ জুলাই: মহারাষ্ট্রের (Maharashtra) সিন্ধুদুর্গের জঙ্গলে এক মহিলাকে দেখে মানুষের চক্ষু চড়কগাছ হয়ে যায়। মহারাষ্ট্রের সিন্ধুদুর্গের জঙ্গলে চেন দিয়ে বাধা অবস্থায় এক মহিলার দেখা মেলে। সিন্ধুদুর্গের জঙ্গলে কেন  ওই মার্কিন মহিলাকে চেন দিয়ে বেধে রাখা হয়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

রিপোর্টে প্রকাশ, ললিতা কায়ি কুমার এস নামের ওই মহিলা তামিলনাড়ুতে থাকতেন। তবে তামিলনাড়ুতে থাকলেও, তিনি আদতে মার্কিন বংশোদ্ভুদ। বিয়ের পর ওই মহিলা তামিলনাড়ুতে (Tamil Nadu) বসবাস শুরু করেন। গার্হস্থ্য হিংসার জেরে মার্কিন বংশোদ্ভুদ ওই মহিলাকে সিন্ধুদুর্গের জঙ্গলে চেন দিয়ে বেধে রাখা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান।

বর্তমানে ওই মহিলার চিকিৎসা চলছে গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে। পাশাপাশি সংশ্লিষ্ট মহিলা আপাতত বিপদের সীমার বাইরে বলেও চিকিৎসকদের তরফে জানানো হয়।

পুলিশ সূত্রে খবর, যে মহিলাকে সিন্ধুদুর্গের জঙ্গল থেকে উদ্ধার করা হয়, তাঁর কাছে তামিলনাড়ুর ঠিকানা, আদার কার্ডের পাশাপাশি আমেরিকার পাসপোর্টও মেলে। তবে আমেরিকার ভিসার মেয়াদ তাঁর শেষ বলে জানা যায়।