Maharashtra Rains: মুষলধারে বৃষ্টিতে মহারাষ্ট্রে মৃত্যু ১০ জনের, ভেসে গেল ২০০ গবাদী পশু

গত ৪৮ ঘণ্টায় মহারাষ্ট্রের ৬ জেলায় পরপর ১০ জনের মৃত্যু হয় এক নাগাড়ে বৃষ্টির জেরে৷ যার মধ্যে বিডে ৩ জন, ওসমানাবাদ, পারবানিতে ২ জন, জালনা, নান্দেড় এবং লাতুরে একজন করে মৃত্যুুর খবর মেলে৷

Heavy Rain In Maharashtra (Photo Credits: IANS|File)

মুম্বই, ২৮ সেপ্টম্বর: এক নাগাড়ে বৃষ্টি (Rain) শুরু হয়েছে মহারাষ্ট্রের (Maharashtra) বিভিন্ন অঞ্চলে৷ মুষলধারে বৃষ্টির জেরে মহারাষ্ট্রে ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়৷ ভেসে গিয়েছে কমপক্ষে ২০০ গবাদি পশু (Cattle)৷ ঔরঙ্গাবাদ, লাতুর, ওসমানাবাদ, নান্দেড়, পারবানি, বিড, জালনা এবং হিঙ্গোলিতে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে গত কয়েক ঘণ্টা ধরে৷

গত ৪৮ ঘণ্টায় মহারাষ্ট্রের ৬ জেলায় পরপর ১০ জনের মৃত্যু হয় এক নাগাড়ে বৃষ্টির জেরে৷ যার মধ্যে বিডে ৩ জন,  ওসমানাবাদ, পারবানিতে ২ জন, জালনা, নান্দেড় এবং লাতুরে (Latur) একজন করে মৃত্যুুর খবর মেলে৷

আরও পড়ুন:  Afghanistan: নিষিদ্ধ, কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্ধ মহিলাদের পড়াশোনা, ট্যুইট তালিবান ঘনিষ্ঠ উপাচার্যর

এসবের পাশাপাশি কয়েক ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টির (Heavy Rain) জেরে মহারাষ্ট্রের প্রায় ২৮টি বাড়ি ভেঙে পড়েছে৷ যার মধ্যে ঔরঙ্গাবাদেই(Aurangabad) ভেঙে পড়েছে ১১টি বাড়ি৷ ১২টি বাড়ি ধ্বসে গিয়েছে বিডে৷ জলনায় আরও ৫টি বাড়ি ভাঙার খবর মিলেছে৷