Raj Thackeray: এক ভাইপোর বিদ্রোহে পদ, আরেক ভাইপো পদের বিদ্রোহ সাক্ষাতে!
দু'জনেই বিদ্রোহী। দু জনেই কাকার ওপর রাগ করে একলা চলেছেন। দু জনেই রাজ্যের দুদে রাজনীতিবেদর ভাইপো।
দু'জনেই বিদ্রোহী। দু জনেই কাকার ওপর রাগ করে একলা চলেছেন। দু জনেই রাজ্যের দুদে রাজনীতিবেদর ভাইপো। একজন শরদ পাওয়ারের, অন্যজন বালা সাহেব ঠাকরের। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার. তার কাকাকে হতাশ করে দল ভেঙে বিজেপির হাত ধরেছেন। আরেক ভাইপো। বাল ঠাকরের ভাইপো রাজ ঠাকরে। যিনি নিজে শিবসেনা ছেড়ে নতুন দল গড়েছিলেন। কারণ নিজের ছেলেকে পদ দেবেন বলে রাজকে বঞ্চিত করেন বালা সাহেব। সেই রাগে মহারাষ্ট্র নব নির্মান সেনা নামে নিজের দল গড়েন রাজ ঠাকরে। এক ভাইপোর বিদ্রোহে পদ পাওয়া নিয়ে ব্য়াপক চর্চার মাঝে, আরেক ভাইপো পদের বিদ্রোহে সাক্ষাতে।
মহারাষ্ট্রের মহানাটকীয় রাজনীতি নিয়ে দেশজুড়ে তোলপাড়। মহারাষ্ট্রে কোন বিধায়ক কাদের, কার সঙ্গে কার জোট সব গুলিয়ে যাচ্ছে। ক দিন আগেই এনসিপি ভেঙে বেশ কয়েকজন বিধায়ক এনে বিজেপির হাত ধরে উপমুখ্যমন্ত্রী হয়েছেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। গত বছর উদ্ধভ ঠাকরের শিবির ভাঙিয়ে বিজেপির হাত ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী হন শিবসেনার একনাথ শিন্ডে। আরও পড়ুন-বালাসোরের মতো ট্রেন দুর্ঘটনা ঘটবে দিল্লি-হায়দরাবাদ রুটে! হুমকি চিঠি রেলওয়ে কর্তৃপক্ষকে
দেখুন ভিডিয়ো
শিবসেনার মত এনসিপি-ও আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে। শিবসেনা ও এনসিপি এখন সেইভাবে দেখলে শাসক, বিরোধী দুই শিবিরেই আছে। এর মধ্যে আবার মহারাষ্ট্র নবনির্মান সেনার প্রধান রাজ ঠাকরে মহানাটকীয় রাজনীতিতে ঢুকে পড়লেন।
ভাই উদ্ধভ ঠাকরের সঙ্গে মিলে নতুন শিবসেনা গড়তে পারেন রাজ ঠাকরে। এমন জল্পনার মাঝে আচমকাই শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ভাইপো রাজ ঠাকরে এদিন দেখা করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে। মুখ্যমন্ত্রীর বৈঠকে রুদ্ধদ্বার বৈঠক করতে দেখা গেল শিন্ড-রাজকে। অবিভক্ত শিবসেনায় একনাথের সঙ্গে রাজের সম্পর্ক ভাল ছিল। একনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাজ তাঁকে সমর্থন করেন। কিন্তু অজিত পাওয়ার কাণ্ডের পর রাজের মুখে উদ্ধভের পাশে থাকার ঘুরিয়ে বার্তা গিয়েছে। আবার অজিতকে মহারাষ্ট্র মন্ত্রিসভায় নেওয়া নিয়ে বেশ ক্ষুব্ধ একনাথ শিন্ডে। এমন সময় রাজের শিন্ডের সঙ্গে বেশ তাৎপর্যSর বলে মনে করা হচ্ছে।