Nitesh Rane: কেরল হল 'মিনি-পাকিস্তান', মন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক মাথা চাড়া দিতেই পালটা দাবি

সম্প্রতি মহারাষ্ট্রে যে বিধানসভা নির্বাচন হয়, সেখানে নির্বাচিত হয়ে সে রাজ্যের বন্দর এবং মৎস্য দফতরের দায়িত্ব পান নীতেশ রানে। মন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই কেরলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন নীতেশ রানে। মহামন্ত্রীর বক্তব্যের তীব্র সমলোচনা করা হয় মহা বিকাশ অঘাডির তরফে।

Nitesh Rane (Photo Credit: ANI)

দিল্লি, ৩০ ডিসেম্বর: কেরলকে (Kerala) 'মিনি পাক' (Mini-Pak) বলে সম্মোধন করলেন মহামন্ত্রী নীতেশ রানে (Nitesh Rane)। যার জেরে শুরু হয়েছে জোরদার বিতর্ক। কেরলকে ছোট পাকিস্তান বলায় নীতেশ রানের তীব্র সমালোচনা শুরু করেন বিরোধীরা। যার জেরে শেষ পর্যন্ত নীতেশ রানে নিজের বক্তব্য থেকে সরে আসতে বাধ্য হন।

নীতেশ রানে বলেন, কেরল 'মিনি পাকিস্তান'। সেই কারণেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তাঁর সহোদরা কেরল থেকে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেন। সমস্ত জঙ্গিদের ভোট রাহুল, প্রিয়াঙ্কার দিকে ছিল বলেই তাঁরা কেরল থেকে নির্বাচিত হন বলে বিতর্কিত মন্তব্য করেন নীতেশ রানে। পুণের পুরন্দর তালুকার একটি জনসভায় হাজির হয়ে নীতে রানে কেরল-সহ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মহারাষ্ট্রের এই মন্ত্রী।

সম্প্রতি মহারাষ্ট্রে যে বিধানসভা নির্বাচন হয়, সেখানে নির্বাচিত হয়ে সে রাজ্যের বন্দর এবং মৎস্য দফতরের দায়িত্ব পান নীতেশ রানে। মন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই কেরলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন নীতেশ রানে। মহামন্ত্রীর বক্তব্যের তীব্র সমলোচনা করা হয় মহা বিকাশ অঘাডির তরফে। প্রধানমন্ত্রী মোদীর ভোটে জয়ী হওয়ার প্রসঙ্গ তুলে অনন্ত দুবে আক্রমণ করেন নীতেশ রানেকে। শিবসেনা (ইউবিটি)র তরফে কটাক্ষ করা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে ১ লক্ষ ভোটে জয়ী হয়েছেন, সেখানে প্রিয়াঙ্কা গান্ধীর নির্বাচনে জয় কোনওভাবে সহ্য করতে পারছে না বিজেপি। কংগ্রেসের তরফেও নীতেশ রানেকে বক্তব্যের তীব্র বিরোধিতা করা হয়।

বিরোধীদের তীব্র কটাক্ষ, সমালোচনার মুখে পড়ে নীতেশ রানে নিজের বক্তব্য প্রত্যাহর করেন। তিনি বলেন, কেরল ভারতের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু যেভাবে হিন্দু জনসংখ্যা কমছে, তা চিন্তার বিষয়। পাশাপাশি কেরলে প্রতিদিন যেভাবে হিন্দু, মুসলিম এবং খ্রিস্টানের ভাগাভাগি হয়, তাও চিন্তার বিষয় বলে মন্তব্য করেন মহামন্ত্রী।