Badlapur News: স্কুলের মধ্যে পড়ুয়ার যৌন হেনস্থায় ঘটনায় বদলাপুরে ট্রেন বন্ধ করে বিক্ষোভ, আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে স্টেশনে পরিবহণ মন্ত্রী
১৩ অগাস্ট থানের বদলাপুরের এক নামী ইংরাজী মাধ্যম স্কুলের দুই পড়ুয়া যৌন হেনস্থার শিকার হয়। স্কুলেরই এক সাফাই কর্মীর বিরুদ্ধে ওঠে সেই অভিযোগ।
মুম্বই, ২০ জুনঃ আরজি করে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। সুবিচারের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে চিকিৎসকের একাংশ। প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ, তারকা এবং শিল্পীরায়। আরজি করের ঘটনাপ্রবাহের মাঝেই স্কুলের মধ্যে দুই পড়ুয়াকে যৌন হেনস্থার অনুযোগ উঠল। সেই অভিযোগ ঘিরে মঙ্গলবার সকাল থেকে রণক্ষেত্র চেহারা নিয়েছে মহারাষ্ট্রের (Maharashtra) থানে। বদলাপুর স্টেশনে ট্রেন থামিয়ে বিক্ষোভ শুরু করেন কয়েক শো উত্তেজত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে দফায় দফায় বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে। স্টেশনের পরিস্থিতি ক্রমেই বিশৃঙ্খল চেহারা নেয়। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে সেখানে পৌঁছন মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রী গিরীশ মহাজন (Girish Mahajan)। মন্ত্রীকে দেখা মাত্রই বিক্ষোভকারী জনতার সুর আরও চড়তে থাকে।
আন্দোলনকারীদের এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে গিরীশ বলেন, 'গত ৫-৬ ঘণ্টা ঘরে বিক্ষোভকারীরা স্টেশন অবরোধ করে বসে আছে। এটা খুবই স্বাভাবিক। কারণ কেউই এমন ঘটনা মেনে নেবে না। অত্যন্ত লজ্জাজনক একটা ঘটনা। তবে ট্রেন অবরোধের ফলে মুম্বইয়ের লাইফলাইন রেল পরিষেবা ব্যহত হচ্ছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করে। তাঁরা ভোগান্তিতে ভুগছেন'।
কী বললেন পরিবহণ মন্ত্রী, দেখুন...
জানা যাচ্ছে, গত ১৩ অগাস্ট থানের বদলাপুরের এক নামী ইংরাজী মাধ্যম স্কুলের দুই পড়ুয়া যৌন হেনস্থার শিকার হয়। স্কুলেরই এক সাফাই কর্মীর বিরুদ্ধে ওঠে সেই অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ১৬ অগাস্ট গ্রেফতার হয় ওই সাফাইকর্মী। তবে এই ঘটনার রেশ ছড়ায় অনেক দূর। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এককাট্টা হয় অভিভাবকেরা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বদলাপুর বনধের ডাক দেয় শহরবাসী।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)