Maharashtra: স্কুলে বাধ্যতামূলক সিসিটিভি ক্যামেরা, নারী নিরাপত্তা বাড়াতে একগুচ্ছ সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকারের
মন্ত্রী মঙ্গল প্রভাত লোধা জেলাশাসককে আপাতত একটি চিঠি দিয়ে এই নির্দেশেগুলি দিয়েছেন।
নয়াদিল্লিঃ দেশজুড়ে বেড়ে চলেছে ধর্ষণ(Rape) এবং একের পর এক অপরাধমূলক(Crime) ঘটনা। যার জেরে প্রশ্নের মুখে নারী নিরাপত্তা(Security)। খোদ কর্মক্ষেত্রে যেখানে ধর্ষিতা(Raped) হয়ে খুন (Murder)হতে হচ্ছে চিকিৎসককে(Doctor), সেখানে নিরাপত্তা কোথায়? আর জি কর কাণ্ডের(R G Kar Rape Case) পর প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আর এবার ছাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে নিরাপত্তা জোরদার করতে এগিয়ে এল মহারাষ্ট্র সরকার। মুম্বইয়ের সব স্কুলে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল সরকারের তরফে। এ ছাড়া ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার কথাও ভাবা হচ্ছে। শুধু ছাত্রীদেরই নয়, বিভিন্ন দফতরে কর্মরত নারীদেরও এই বিশেষ ট্রেনিং দেওয়া হবে। এ ছাড়া স্কুলের শৌচালয়ের বাইরে সর্বক্ষণের জন্য একজন মহিলা কর্মী নিযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আর প্রতিদিনের সিসিটিভি ফুটেজ দেখবে মারশাল বা পুলিশ বাহিনী। এ ছাড়া পুলকার বা স্কুলবাসে নিরাপত্তারক্ষী এবং একজন করে মহিলা কর্মী থাকা বাধ্তামূলক। এখানেই শেষ নয়, সাফাইকর্মীদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক। মন্ত্রী মঙ্গল প্রভাত লোধা জেলাশাসককে আপাতত একটি চিঠি দিয়ে এই নির্দেশেগুলি দিয়েছেন।
নারী নিরাপত্তা জোরদার করতে এগিয়ে এল মহারাষ্ট্র সরকার