Palghar Lynching Case: পালঘরে সাধু হত্যার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সুপ্রিম কোর্টকে জানাল মহারাষ্ট্র সরকার

২০২০ সালের ১৬ এপ্রিল পালঘরে হয়ে যাওয়া সাধু হত্যার ঘটনার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সুপ্রিম কোর্টকে জানাল মহারাষ্ট্র সরকার।

প্রতীকী ছবি (Photo Credit: Wikimedia Commons)

নয়াদিল্লি: ২০২০ সালের ১৬ এপ্রিল পালঘরে হয়ে যাওয়া সাধু হত্যার (Palghar Sadhu lynching case) ঘটনার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সুপ্রিম কোর্টকে (Supreme Court) জানাল মহারাষ্ট্র সরকার (Maharashtra government)। শুক্রবার একথাই জানা গেছে সংবাদ সংস্থা এএনআই সূত্রে।

২০২০ সালের ১৬ এপ্রিল মহারাষ্ট্রের পালঘর জেলার গাদচিনচালে গ্রামে দুই সাধু এবং তাঁদের গাড়িচালককে পিটিয়ে হত্যা (lynched to death) করা হয়। ওই এলাকায় গুজব ছড়ায় অঙ্গ পাচারের উদ্দেশ্যে বাচ্চাদের চুরি করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। এই সময়ে ওই সাধুদের গাড়ি গ্রামে এসে উপস্থিত হলে তাঁদের ছেলেধরা সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়। এই ঘটনা নিয়ে ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার পুলিশ সদস্য ও এক জন সিনিয়র পুলিশকর্তা আহত হয়েছিলেন।

তদন্তে নেমে ১৬৫ জনকে গ্রেপ্তার করেছিল মহারাষ্ট্র পুলিশ। পরে রাজ্য সরকারের গাফিলতির অভিযোগ তুলে ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এক আইনজীবী। পরে মহারাষ্ট্রের সিআইডি-কে পালঘর মামলা হস্তান্তর করে মহারাষ্ট্র পুলিশ। আরও পড়ুন: Gajendra Singh Shekhawat Attacks Ashok Gehlot: কু-কথার বাজারে নতুন বিতর্ক! রাজস্থানের মুখ্যমন্ত্রীকে রাবণ বললেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী