IPL Auction 2025 Live

Maharashtra: বিভিন্ন ইস্যুতে নাসিক থেকে মুম্বইয়ের পথে প্রতিবাদে কৃষকরা

২০০ কিমি পদযাত্রা করে নাসিক থেকে মুম্বইয়ে পৌছবেন চাষীরা

Photo Credit ANI

কৃষি ঋণে ছাড়, পেঁয়াজের দাম বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে নিজেদের দাবি জানাতে মুম্বইয়ে পথে কৃষকরা। নাসিক থেকে বহু পথ পেরিয়ে এসে এখন তারা প্রবেশ করেছে মহারাষ্ট্রের  থানে জেলায়।

নাসিকের ডিনডোরি থেকে কৃষকরা এই পদযাত্রা শুরু করে। যা মুম্বই থেকে ২০০ কিলোমিটার দূরে। পেঁয়াজে কুইন্টাল প্রতি ৬০০ টাকা ছাড়, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা সহ একগুচ্ছ দাবি নিয়ে তাদের এই প্রতিবাদ যাত্রা।

কমিউনিস্ট পার্টির দ্বারা আয়োজিত এই মিছিল প্রবেশ করেছে থানেতে। ২০ মার্চ মুম্বইতে পৌছে যাবেন বলে আশা করছেন কৃষকরা।

কৃষকদের সঙ্গে কথা বলার জন্য মহারাষ্ট্রের মন্ত্রীদের তরফে একটি দল পাঠানো হবে ।সোমবার মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে প্রতি কুইন্টালে ৩০০ টাকা ছাড় দেওয়ার কথা ঘোষনা করা হয়েছে।

বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম কমে যাওয়ার জেরে সমস্যায় পড়েছেন চাষীরা।