Maharashtra Earthquake: লাতুরে অভিশপ্ত ভূমিকম্পের ৩০ বছর পর ঠিক একই দিনে কেঁপে উঠল অমরাবতী, আতঙ্ক, দেখুন ভিডিয়ো

১৯৯৩ সালে ঠিক এই দিনেই অর্থাৎ ৩০ সেপ্টেম্বর কেঁপে ওঠে মহারাষ্ট্রের লাতুর। ভয়াবহ কম্পনের জেরে প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয় লাতুরে। ফলে সেই অভিশপ্ত দিনে অমরাবতী ৪.২ মাত্রার কম্পনে কেঁপে ওঠায়, মানুষের মধ্যে হু হু করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Earthquake Photo Credit: FIle Image

মুম্বই, ৩০ সেপ্টেম্বর: সপ্তাহের প্রথম দিনেই আতঙ্ক। সোমবার কেঁপে উঠল মহারাষ্ট্রের (Maharashtra) অমরাবতী ( Amravati)। মহারাষ্ট্রের অমরাবরতীতে আজ দুপুর ১.৩৭ নাগাদ কম্পন (Earthquake) অনুভূত হয়। যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার অমরাবতীতে যে কম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে তারমাত্রা ছিল ৪.২। কম্পনের জেরে আতঙ্ক ছড়ালেও, কোনও প্রাণহানির খবর এখনও মেলেনি।

অমরাবতীতে ভূমিকম্পের এক ঝলক দেখুন...

 

লাতুরে ভয়াবহ কম্পনের রেশ এখনও বহু মানুষের মনে তাজা রয়েছে। ফলে আজ অমরাবতীতে কম্পন অনুভূত হতেই মানুষ ভয়ে, আতঙ্কে সিঁটিয়ে যান।