Maharashtra CM: আর দেরি নয়, সোমেই নাম ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর, মোদী-শাহ সিদ্ধান্তে সমর্থন একনাথ শিন্ডের
রাজ্যবাসীকে আর অপেক্ষা করাবে না মহায্যুতি জোট। সোমবার ২ ডিসেম্বর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলে জানালেন ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে
সিতারা, ১ ডিসেম্বরঃ বিধানসভা নির্বাচনের (Maharashtra Assembly Election 2024) ফলপ্রকাশ হয়েছে এক সপ্তাহ হল এখনও মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী (Maharashtra CM) কে হবেন সেই দোটানা কাটল না। মহারাষ্ট্র বিধানসভা ভোটে বিপুল আসন জিতে জয় পেয়েছে বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি জোট মহায্যুতি। তবে তিন শরিকের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে ফলপ্রকাশের পর থেকেই জল্পনা চলছিল জোটের অন্দরে। তবে আর দেরি নয়। রাজ্যবাসীকে আর অপেক্ষা করাবে না মহায্যুতি জোট। সোমবার ২ ডিসেম্বর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলে জানালেন ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)।
রবিবার গ্রামের বাড়ি সাতারা থেকে একটি সাংবাদিক বৈঠক করেন শিন্ডে। শুক্রবার রাতে আচমকা অসুস্থ হয়ে সোজা গ্রামের বাড়িতে চলে আসেন তিনি। তাঁর চিকিৎসক সূত্রে খবর মিলেছিল, জ্বর এবং শ্বাসনালীর সংক্রমণের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী। তবে এখন কিছুটা ভালো আছেন তিনি। সাংবাদিক বৈঠক থেকে এদিন শিন্ডে বলেন, 'আমি এখন ভালো আছি। নির্বাচনের ব্যস্ততার পর আমি এখানে বিশ্রাম নিতে এসেছি। মুখ্যমন্ত্রী থাকাকালীন আড়াই বছর আমি কোন ছুটি নিইনি'।
সাংবাদিক বৈঠকে শিবসেনা নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন সেই সিদ্ধান্ত নেমেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর নমোর সিদ্ধান্তকে সম্পূর্ণরূপে সমর্থন করবেন তিনি। জোটের সিদ্ধান্তের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। তাই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে নিজের নিঃশর্ত সমর্থন আগেই জানিয়ে দিয়েছেন একনাথ। আগামীকাল সোমবার নাম ঘোষণা।