Mumbai Local Trains: মুম্বইয়ের লোকাল ট্রেন পরিষেবা চালু হতে চলেছে? করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির আশঙ্কায় বাণিজ্যনগরী!

অত্যাবশ্যকীয় কাজের জন্য মুম্বইয়ের (Mumbai) লোকাল ট্রেন পরিষেবা (Local Train Service) চালু করা হোক। আরও একবার এই ইস্যুটি নিয়ে সোচ্চার হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। কেন্দ্র এবং রেলমন্ত্রকের কাছে এর আগেও একাধিকবার অনুরোধ জানিয়েছিলেন উদ্ধব ঠাকরে যে, শহরতলীতে অত্য়াবশ্যকীয় কাজের জন্য ট্রেন পরিষেবা চালু করা হোক। লকডাউন ঘোষণার পর ২৪ মার্চ থেকে বন্ধ ট্রেন পরিষেবা।

Mumbai Local Train | Image Used for Representational Purpose Only | (Photo Credits: PTI)

মুম্বই, ১০ জুন: অত্যাবশ্যকীয় কাজের জন্য মুম্বইয়ের (Mumbai) লোকাল ট্রেন পরিষেবা (Local Train Service) চালু করা হোক। আরও একবার এই ইস্যুটি নিয়ে সোচ্চার হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। কেন্দ্র এবং রেলমন্ত্রকের কাছে এর আগেও একাধিকবার অনুরোধ জানিয়েছিলেন উদ্ধব ঠাকরে যে, শহরতলীতে অত্য়াবশ্যকীয় কাজের জন্য ট্রেন পরিষেবা চালু করা হোক। লকডাউন ঘোষণার পর ২৪ মার্চ থেকে বন্ধ ট্রেন পরিষেবা।

মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মুম্বইয়ের লোকাল ট্রেন চালু করার বিষয়ে আর্জি জানান উদ্ধব ঠাকরে। তিনি বলেন, "অত্যাবশ্যকীয় কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন মুম্বইয়ে। তাদের জন্য লোকাল ট্রেন পরিষেবা চালু করা হোক।" মুম্বই এবং মুম্বই মেট্রোপলিটন এলাকায় (MMA) লোকাল ট্রেন হল লাইফলাইন।  MMA-র অন্তর্ভুক্ত রয়েছে মুম্বই, মুম্বই শহরতলী, থানে, পালঘর এবং রায়গঢ়।

আনলক ওয়ানে আন্ত:জেলা পরিষেবার উপর বিধিনিষেধ তুলে নেওয়ার পরই মুম্বই, থানে, পালঘর, রায়গঢ়ের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এমনকী প্রয়োজন নেই ই-পাসেরও। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে মহারাষ্ট্রে। ভারতের মধ্যে মহারাষ্ট্রের পরিস্থিতি ভয়ঙ্কর। আক্রান্তের সংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে গেছে মহারাষ্ট্র। এমনকী, উহান যেখানে করোনার মূল উৎস্যস্থল, সেই শহরও আক্রান্তের সংখ্যার বিচারে ছাপিয়ে গেছে মুম্বই।