Maharashtra Trust Vote: আস্থা ভোটে জিতে মসনদ পাকা করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, শক্তিপরীক্ষায় পাশ শিন্ডে সেনা-বিজেপি

মসনদ পাকা করতে আস্থা ভোটের সামনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। শিবসেনায় উদ্ভব ঠাকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দলের অধিকাংশ বিধায়ককে গুয়াহাটির হোটেলে রেখে বিজেপি-র সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন একনাথ শিন্ডে।

Eknath Shinde (Photo Credit: Facebook)

মুম্বই, ৪ জুলাই: আস্থা ভোটে জিতে মসনদ পাকা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (CM Eknath Shinde)। সোমবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জিতলেন ১৬৪-৯৯। মুখ্যমন্ত্রী হওয়ার তিনদিনের মধ্যে আস্থা ভোটে জিতে বাজিমাত করলেন শিন্ডে। অন্যদিকে, কংগ্রেস-এনসিপি-উদ্ভব ঠাকরেকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা এদিন পুরোপুরি সফল হল বিজেপি-র। গতকাল, রবিবার স্পিকার নির্বাচনেও একনাথ শিন্ডে-বিজেপি শিবির ১৬৪টি ভোট পেয়েছিল। একদিন পর সেটা আস্থা ভোটেও ধরে রাখলেন একনাথ শিন্ডে।

শিবসেনায় উদ্ভব ঠাকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দলের অধিকাংশ বিধায়ককে গুয়াহাটির হোটেলে রেখে বিজেপি-র সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন একনাথ শিন্ডে।

দেখুন টুইট

গত বৃহস্পতিবার উদ্ভব ঠাকরের পদত্যাগের পর একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রীর পদে বসেন। একনাথের ডেপুটি হন বিজেপি-র দেবেন্দ্র ফদনবীশ।

দেখুন টুইট

গতকাল, রবিবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীক ১৬৪-১০৭ ভোটে বড় জয়ের পর আজ আস্থা ভোটে শিন্ডের জয় নিয়ে তেমন সন্দেহ নেই। উদ্ভব ঠাকরের শিবসেনা, কংগ্রেস, এনসিপি-ও আস্থা ভোট নিয়ে তেমন আশা দেখছিলেন না। হলও তেমনটা। আরও পড়ুন:

Himachal Pradesh: সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১০ 

দেখুন টুইট

এদিন  সকালে মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটের কথা সুপারিশ করেন বিজেপি-র সুধীর মুনগানতিওয়ার এবং শিবসেনার ভত গোগাওয়ালে। ধ্বনি ভোটের পর, আস্থা ভোটের কথা প্রস্তাব করা হয়। আস্থা ভোটের আগে মহা বিকাশ আগোড়ি (মহাজোট)-র প্রধান তথা এনসিপি-র প্রতিষ্ঠাতা শরদ পওয়ার জানান, ৬ মাসের মধ্যে পতন হবে একনাথ শিন্ডে সরকারের।