Maharashtra: স্বাস্থ্যকেন্দ্রে হাহাকার! নলকূপের দূষিত জল পান করে অসুস্থ একই গ্রামের ৯৩ জন,

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুগাঁও তান্ডা গ্রামে (Mungao Tanda Village)। নলকূপের জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন এই গ্রামের বাসিন্দারা। নানা পেটের সমস্যায় ভুগছেন তাঁরা।

প্রতীকী ছবি (Photo Credit: Rawpixel)

নয়াদিল্লিঃ মহারাষ্ট্রে (Maharashtra) দূষিত জল (Contaminated Water)পান করে অসুস্থ ৯৩ জন। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুগাঁও তান্ডা গ্রামে (Mungao Tanda Village)। নলকূপের জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন এই গ্রামের বাসিন্দারা। নানা পেটের সমস্যায় ভুগছেন তাঁরা। এই গ্রামে ১০৭ টি পরিবার বাস করে। মোট জনসংখ্যা ৪৪০। দূষিত জল পান করে অসুস্থ  ৯৩ জন।জেলা স্বাস্থ্য আধিকারিক বালাজি শিন্দে সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ২৬ জুন থেকে পেটের নানা সমস্যা নিয়ে ৯৩ জন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে এসেছেন। সেখানেই ৫৬ জনের চিকিৎসা করা হয়েছে। বাকি ৩৭ জনকে পার্শ্ববর্তী মানজারম গ্রামের একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রেফার করা হয়েছিল। সেখানেই তাঁদের চিকিৎসা হয়। এই ঘটনার পর মুগাঁও তান্ডা গ্রামে চিকিৎসকদের একটি বিশেষ দল তৈরি করা হয়। জেলা স্বাস্থ্য আধকারিক বলেন, "আমরা এই গ্রাম ঘুরে দেখে ওই দূষিত পানীয় জলের নলকূপটি বন্ধ করে দিয়েছি। এই জল পান করেই অসুস্থ হয়ে পড়েছেন মানুষজন। জল থেকেই সংক্রমণ ছড়িয়েছে। গ্রামে চিকিৎসকদের একটি বিশেষ দল গঠন করা হয়েছে, যাতে রোগীরা সঠিক এবং দ্রুত পরিষেবা পান।"

এই খবরটিও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা লাভের নেশা, মোবাইল টাওয়ারে উঠে স্টান্ট ইউটিউবারের, ৫ ঘণ্টা পর উদ্ধার