IPL Auction 2025 Live

Maharashtra: মহারাষ্ট্রের গড়চিরোলিতে নিকেশ ২৬ মাওবাদী, জখম ৪ পুলিশ কর্মী

মহারাষ্ট্রের (Maharashtra) গড়চিরোলি (Gadchiroli) জেলার গয়রাপট্টির জঙ্গলে নিকেশ ২৬ জন মাওবাদী (Naxal)। মহারাষ্ট্র পুলিশের সি-৬০ ইউনিটের সঙ্গে সংঘর্ষ হয় মাওবাদীদের। এনকাউন্টারে ৪ পুলিশ কর্মী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলিকপ্টারে করে আহত জওয়ানদের উড়িয়ে হাসপাতালে নিয়ে আসা হয়।

ফাইল ফোটো (Photo Credits: ANI)

গড়চিরোলি, ১৩ নভেম্বর: মহারাষ্ট্রের (Maharashtra) গড়চিরোলি (Gadchiroli) জেলার গয়রাপট্টির জঙ্গলে নিকেশ ২৬ জন মাওবাদী (Naxal)। মহারাষ্ট্র পুলিশের সি-৬০ ইউনিটের সঙ্গে সংঘর্ষ হয় মাওবাদীদের। এনকাউন্টারে ৪ পুলিশ কর্মী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলিকপ্টারে করে আহত জওয়ানদের উড়িয়ে হাসপাতালে নিয়ে আসা হয়।

সকালে মারদিনটোলা গ্রামের কাছে মাওবাদীরা পুলিশের একটি দলকে লক্ষ্য করে গুলি চালায়। তারপরই পাল্টা জবাব দিতে শুরু করে বাহিনী। গড়চিরোলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল বলেন, "আজ গড়চিরোলি জেলার গয়রাপট্টির জঙ্গলে এনকাউন্টারে ২৬ জন মাওবাদীকে খতম করা হয়েছে।" আরও পড়ুন: Delhi pollution: দূষণে জেরবার দিল্লিতে এক সপ্তাহ স্কুল বন্ধ, বাড়ি থেকেই কাজ করবেন সরকারি কর্মচারীরা

পুলিশ জানিয়েছে, আহত পুলিশ কর্মীদের হেলিকপ্টারে করে নাগপুরে অরেঞ্জ সিটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। ধনোরা তহসিলের গয়রাপট্টির জঙ্গলে অভিযান এখনও চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশের এক কর্তা জানিয়েছেন।