Mahalaya 2020 Wishes: বাংলায় টুইট করে মহালয়ার শুভেচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, করোনা মুক্তির প্রার্থনা নরেন্দ্র মোদির
মহালয়ার (Mahalaya 2020) শুভেচ্ছাও জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (HM Amit Shah)। বাংলা ও ইংরেজিতে তিনি টুইট করেন। টুইটে সারা বিশ্বের বাঙালিদের মহালয়ার শুভেচ্ছা জানিয়ে সুখ ও সমৃদ্ধি কামনা করেছন তিনি। টুইটবার্তায় অমিত শাহ লেখেন, "শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন জানাই আমার সারা বিশ্বের সকল বাঙালি ভাই-বোনদের। মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন হোক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ।"
নতুন দিল্লি, ১৭ সেপ্টেম্বর: মহালয়ার (Mahalaya 2020) শুভেচ্ছাও জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (HM Amit Shah)। বাংলা ও ইংরেজিতে তিনি টুইট করেন। টুইটে সারা বিশ্বের বাঙালিদের মহালয়ার শুভেচ্ছা জানিয়ে সুখ ও সমৃদ্ধি কামনা করেছন তিনি। টুইটবার্তায় অমিত শাহ লেখেন, "শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন জানাই আমার সারা বিশ্বের সকল বাঙালি ভাই-বোনদের। মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন হোক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ।"
মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে জয়ের জন্য দেবী দুর্গার আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। বৃহস্পতিবার সকালে এক টুইটবার্তায় মোদি বলেন, "এবার মহালয়ায় মা দুর্গার কাছে আশীর্বাদ হিসেবে শক্তির প্রার্থনা করছি, যাতে আমরা বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী কাটিয়ে উঠতে পারি। মা দুর্গার আশীর্বাদ যেন সকলের সুস্বাস্থ্য এবং সুখ নিশ্চিত করে। আমাদের পৃথিবী যেন সমৃদ্ধ হয়ে ওঠে। শুভ মহালয়া।" আরও পড়ুন: Mahalaya Amavas 2020: মহালয়ার পুণ্যলগ্নে শিকেয় সামাজিক দূরত্ব বিধি, জনাকীর্ণ গঙ্গায় চলছে পিতৃতর্পণ
রাজ্যের প্রতিটি গঙ্গার ঘাটেই এদিন ভোরে পিতৃ তর্পণ চলেছে। কলকাতার বিভিন্ন এলাকা থেকে মানুষ তর্পণের উদ্দেশ্যে গঙ্গার ঘাটে এসেছেন। কে যে সংক্রামিত আর কে যে সুস্থ, বোঝা যাচ্ছে না। সবাই একই সঙ্গে গঙ্গায় ডুব দিচ্ছেন। করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতা বিধি নিয়ম যেন মহালয়ার ভোরে অদৃশ্য হয়েছে।