Yogi Adityanath Dares Mafia's: রাজ্যে যে মাফিয়ারা রাজ করত, তারাই এখন জীবন ভিক্ষা চাইছে, দাবি যোগী আদিত্যনাথের
গ্যাংস্টার তথা প্রাক্তন রাজনীতিবিদ আতিক আহমেদ ও তার ভাই আশরাফের পুলিশি হেফাজতে থাকা অবস্থায় লাইভ টিভিতে দুষ্কৃতীদের হাতে খুন হওয়া নিয়ে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে সমালোচনা চলছে।
লখনৌ, ২৫ এপ্রিল: গ্যাংস্টার তথা প্রাক্তন রাজনীতিবিদ আতিক আহমেদ ও তার ভাই আশরাফের পুলিশি হেফাজতে থাকা অবস্থায় লাইভ টিভিতে দুষ্কৃতীদের হাতে খুন হওয়া নিয়ে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে সমালোচনা চলছে। ইউপি-তে এনকাউন্টারের ঘটনা বাড়ায় উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই।
কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Aditya Nath) আছেন নিজের মেজাজেই। এনকাউন্টার নিয়ে সরাসরি কিছু না বললেও যোগীর মুখে মাফিয়া বা গ্যাংস্টারদের জীবন ভিক্ষার কথা।
দেখুন যোগী আদিত্যনাথ এই বিষয়ে কী বললেন
যোগী আদিত্যনাথ বললেন, " ২০১৭ সালে তাঁর সরকার ক্ষমতায় আসার আগে মাফিয়ারা উত্তরপ্রদেশে রাজ করত, অন্যায় করে প্রকাশ্যে ঘুরত। কিন্তু তারাই এখন সরকারের কাছে জীবন ভিক্ষা চাইছে। এতেই বোঝা যায় ইউপিতে জঙ্গল রাজ শেষ হয়ে সুশাসন ফিরেছে।"
প্রসঙ্গত, যোগী আদিত্যনাথের জমানায় ইউপিতে দশ হাজারেরও বেশী পুলিশি এনকাউন্টারের অভিযোগ ওঠে, যাতে মারা যায় ৬৩ জন। তবে ইউপিতে খুন, ধর্ষণের কাণ্ড তেমনভাবে কমেনি।