MadhyaPradesh : মধ্যপ্রদেশে মহিলা সুরক্ষা নিয়ে বিজেপি সরকারকে বিধলেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা
বিজেপি সরকারের অধীনে মধ্যপ্রদেশে মেয়ে হয়ে জন্মানো একটি অভিশাপ বলেও জানান তিনি
মধ্যপ্রদেশে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শুরু হয়েছে তুমুল বচসা। মহিলাদের সুরক্ষা নিয়ে এবার মধ্যপ্রদেশের বিজেপি সরকারেকে বিঁধলেন মধ্যপ্রদেশে কংগ্রেস জেনারেল সেক্রেটারি রণদীপ সিং সুরজে ওয়ালা।
হিন্দিতে তাঁর এক্স হ্যান্ডেলে তিনি জানান, "বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মেয়ে হয়ে জন্মানো একটি অভিশাপ। ১২ বছরের একটি মেয়ের সঙ্গে জঘন্য অপরাধ ঘটল উজ্জয়নীর সাতনাতে, মেয়েটির সাহায্যের জন্য ঘুরে বেড়াল, মনুষ্যত্ব যখন উজ্জয়নে কাঁদছে, শিবরাজ সিং এর সরকার তখন ঘুমোচ্ছে।"
নারীদের সুরক্ষা নিয়ে রাজস্থানের কংগ্রেস সরকারকে বিধেছিল বিজেপি। এবার তারই পাল্টা হিসেবে উজ্জয়নের এই ঘটনাকে কেন্দ্র করে এবার বিজেপির শাসিত মধ্যপ্রদেশ সরকারকে বিঁধল কংগ্রেস।