MP Elections 2023: কী হয়, কী হয় আবহে মধ্যপ্রদেশে চলছে ভোটগ্রহণ, বজ্রআটুনি নিরাপত্তায় বুথের বাইরে লম্বা লাইনে ভোটাররা

কড়া নিরাপত্তার মধ্যে জ্যের বিভিন্ন বুথে চলছে ভোটগ্রহণ। সকাল থেকেই ভোটারদের মধ্যে ভোটদানের উতসাহ চোখে পড়ছে।

Link Voter ID With Adhaar card (Photo Credit PTI

মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। কড়া নিরাপত্তার মধ্যে জ্যের বিভিন্ন বুথে চলছে ভোটগ্রহণ। সকাল থেকেই ভোটারদের মধ্যে ভোটদানের উতসাহ চোখে পড়ছে। মধ্যপ্রদেশে ২৩০টি বিধানসভা আসনে এক দফায় ভোটগ্রহণ হচ্ছে। এবার মধ্যপ্রদেশে অগ্নিপরীক্ষার মুখে শাসক দল বিজেপি ও কংগ্রেস। ভোটের ময়দানে আছে আম আদমি পার্টি, বিএসপি-র মত দলেরাও কিন্তু মধ্যপ্রদেশে লড়াইটা মুলত দ্বিমুখি-বিজেপি বনমা কংগ্রেস।

আগামী বছর লোকসভা নির্বাচনের আগে মধ্যপ্রদেশের ভোটকে সেমিফাইনাল বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারলে, আগামী বছর কেন্দ্রে মোদী সরকারের ফেরা খুব কঠিন হবে না বলেই মনে করা হচ্ছে। আবার রাহুল গান্ধী-কমলনাথের নেতৃত্বে কংগ্রেস যদি মধ্যপ্রদেশে ক্ষমতায় আসে তাহলে লোকসভার খেলা জমে যাবে। মধ্যপ্রদেশে ১১৬টি আসন জিতলে সরকার গড়া যাবে। যেখানে বেশীরভাগ নির্বাচনী সমীক্ষা বলছে, কংগ্রেস এবার ১২০-১২৫টি আসন জিততে পারে। তবে সমীক্ষা অনেক সময় মেলে না, সেটা তো সবারই জানা। আরও পড়ুন-কারখানার মধ্যে থেকে উদ্ধার বিশালাকার গোখরো সাপ, দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

এমনই গুরুত্বপূর্ণ এবারের মধ্যপ্রদেশ নির্বাচন। এবার মধ্যপ্রদেশে বেশ কয়েকজনের কাছে অগ্নিপরীক্ষা। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবার হেরে গেলে তাঁর রাজনীতি কেরিয়ারে বড় ধাক্কা লাগতে চলেছে। কমলনাথ কংগ্রেসকে মধ্যপ্রদেশে ক্ষমতায় আনতে পারলে দেশের রাজনৈতিক মানচিত্র বদলে যেতে পারে। বিজেপির অভিজ্ঞ নেতা কৈলাস বিজয়বর্গী দলকে ক্ষমতায় আনতে পারলে বাংলায় হারে ক্ষত মুছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বড় নম্বর পাবেন। তবে সবচেয়ে বড় পরীক্ষা কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কাছে। বছর তিনেক আগে কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে নরেন্দ্র মোদী-অমিত শাহকে মধ্যপ্রদেশ উপহার দিয়েছিলেন সিন্ধিয়া।

পুরস্কারস্বরূপ কেন্দ্রে অসামরিক বিমান চলাচলের মত গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী হন সিন্ধিয়া। তবে এবার তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। গোয়ালিয়রে বিজেপি ভাল ফল করতে না পারলে সিন্ধিয়া বড় ধাক্কা খাবেন। সব মিলিয়ে অনেক কিছু নির্ভর করছে মধ্যপ্রদেশের ফলের ওপর। আর সেখানকার ভোটাররা এখন বোতাম টিপে ঠিক করে ফেলছেন, কার ভাগ্য কোন দিকে যায়। দেশের বাকি চার রাজ্যের সঙ্গে মধ্যপ্রদেশে ফলপ্রকাশ আগামী ৩ ডিসেম্বর।