Doggy Dhaba: সারমেয়দের জন্য অভিনব উদ্যোগ! কুকুরদের জন্য থাকা ও খাওয়ার ধাবা খুললেন ইন্দোরের দম্পতি

যদি আপনি একজন কুকুরপ্রেমী (Dog lover) হন, তাহলে নিশ্চয় জানেন তাদের সুস্থ (healthy) ও খুশি (Happy) রাখার জন্য কত কাঠখড় পোয়াতে হয় এবং এটা কতটা গুরুত্বপূর্ণ (Important)। একদিকে তাদের জন্য যেমন ভালো ও পুষ্টিকর খাবারের যোগান রাখতে হয় তেমনি তাদের বৃদ্ধি ও শারীরিক গঠনের উপযোগী প্রয়োজনীয় নিউট্রিশন দিতে হয়।

Phpto Credits: ANI

ইন্দোর: যদি আপনি একজন কুকুরপ্রেমী (Dog lover) হন, তাহলে নিশ্চয় জানেন তাদের সুস্থ (Healthy) ও খুশি (Happy) রাখার জন্য কত কাঠখড় পোয়াতে হয় এবং এটা কতটা গুরুত্বপূর্ণ (Important)। একদিকে তাদের জন্য যেমন ভালো ও পুষ্টিকর খাবারের যোগান রাখতে হয় তেমনি তাদের বৃদ্ধি ও শারীরিক গঠনের উপযোগী প্রয়োজনীয় নিউট্রিশন দিতে হয়।

তবে যদি আপনার কুকুরের জন্য প্রতিদিন আপনার তৈরি খাবার বদলে বিশেষ কোনও খাবারের আয়োজন করতে চান. তাহলে অতি অবশ্যই আপনাকে ঢুঁ মারতে হবে ডগ্গি ধাবায় (Doggy Dhaba)। মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ইন্দোরের (Indore) এই ধাবায় খাবার পরিবেশন করা হয় কুকুরের জন্যও।

ইন্দোর শহরের ব্যস্ততম রাস্তার ধারে এমন একটি অন্য ধরনে ধাবা বানানো হয়েছে যা কুকুরপ্রেমী মানুষ ও তাদের সঙ্গে মানুষদের মন কেড়ে নেবেই। কুকুরদের পরিবেশনের জন্য তৈরি এই ধাবা একজন একনিষ্ঠ কুকুরপ্রেমী বলরাজ ঝালরা মস্তিস্ক প্রসূত।

বলরাজ ও তাঁর স্ত্রীর দ্বারা খোলা এই ডগি দাবা এমন একটি ইউনিক আইডিয়া যেখান কুকুদের জন্য খাবার, থাকার জায়গা ও জন্মদিন উদযাপনের ব্যবস্থা রয়েছে। এছাড়া আপনার কুকুর বন্ধুর জন্য এখান থেকে পার্সেলের মাধ্যনে খাবার সরবরাহের ব্যবস্থাও আছে।

সোশ্যাল মিডিয়াতে এই ঘটনার খবর ভাইরাল হতেই প্রশংসা করেছেন নেটিজেনরা। আরও পড়ুন : Amit Shah Attacks Nitish Kumar: প্রধানমন্ত্রী হওয়ার জন্য লালুর কোলে বসে সনিয়া গান্ধীর আশ্রয় চাইছেন নীতীশ, কটাক্ষ অমিত শাহের