Rameshwar Sharma Sends Copy Of Ramayana To Mamata: মুখ্যমন্ত্রীকে 'রামায়ণ' পাঠাচ্ছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা রামেশ্বর শর্মা

গতকাল ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তী (Subhash Chandra Bose Jayanti 2021)। সেই উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজন করা হয় একটি চোখ ধাঁধানো অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রীও। আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee)। কিন্তু অনুষ্ঠানে তাল কাটে একটি ঘটনাকে কেন্দ্র করে। নিজের বক্তব্য রাখার জন্য তিনি বলতে উঠতেই দর্শকদের মধ্য থেকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি ওঠে। সেই স্লোগানে ক্ষুব্ধ হন। জানিয়ে দেন তিনি আর কিছু বলবেন না। তিনি বলেন, "সরকারি অনুষ্ঠানের ডিগনিটি থাকা উচিত। এটা কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়। আমাকে আমন্ত্রণ করায় প্রধানমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। কিন্তু কাউকে আমন্ত্রণ করে, তারপর অপমান করা উচিত নয়। তাই প্রতিবাদ স্বরূপ আমি কিছু বলছি না।”

বিজেপি নেতা রামেশ্বর শর্মা

নতুন দিল্লি, ২৪ জানুয়ারি: গতকাল ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তী (Subhash Chandra Bose Jayanti 2021)। সেই উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজন করা হয় একটি চোখ ধাঁধানো অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রীও। আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee)। কিন্তু অনুষ্ঠানে তাল কাটে একটি ঘটনাকে কেন্দ্র করে। নিজের বক্তব্য রাখার জন্য তিনি বলতে উঠতেই দর্শকদের মধ্য থেকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি ওঠে। সেই স্লোগানে ক্ষুব্ধ হন। জানিয়ে দেন তিনি আর কিছু বলবেন না। তিনি বলেন, "সরকারি অনুষ্ঠানের ডিগনিটি থাকা উচিত। এটা কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়। আমাকে আমন্ত্রণ করায় প্রধানমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। কিন্তু কাউকে আমন্ত্রণ করে, তারপর অপমান করা উচিত নয়। তাই প্রতিবাদ স্বরূপ আমি কিছু বলছি না।”

এরপরই সরগরম হয় বঙ্গ রাজনীতি। বাম-কংগ্রেস সহ বিরোধীদলের সমর্থন আদায় করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে নেতাজি রাজনীতির সঙ্গে ধর্মকে সদাই আলাদা করতে চেয়েছেন সেই সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তীতে জয় শ্রীরাম ধ্বনির বিরোধিতা করে অনেকেই। আজ নিজেদের সমর্থনে মুখ খুলেছেন বিজেপির একাধিক নেতা। আরও পড়ুন: Republic Day 2021: প্রজাতন্ত্র দিবসের আগে হাই অ্যালার্ট জারি করা হল রাজ্যের ৫ রেল স্টেশনে

মধ্যপ্রদেশ বিধানসভায় প্রোটেম স্পিকার তথা বিজেপি নেতা রামেশ্বর শর্মা (Rameshwar Sharma) একধাপ এগিয়ে মুখ্যমন্ত্রীকে রামায়ণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, "জয় শ্রীরাম শুধুমাত্র বিজেপি স্লোগান নয়, আমি আশা করছি দিদি রামায়ণ পাঠ করবেন, চরিত্র বুঝবেন, এবং আর কখন‌ই জয় শ্রীরাম ধ্বনির বিরোধিতা করবেন না।" তিনি আরও বলেন, "মমতা দিদি, চরমপন্থীদের চাপের কারণে আপনি জয় শ্রীরাম জপ করছেন না? যদি আপনি রাম বলতে না চান তবে তো আপনার জয় শ্রীরাম হয়ে যাবে।"