Madhya Pradesh: 'ইন্ডিয়া জোটের সদস্যরা সনাতন ধর্মকে মুছে ফেলতে চাইছে', মন্তব্য মোদীর

সম্প্রতি ডিএমকে নেতা উদয়ানিধি স্ট্যালিন থেকে শুরু করে এ রাজা, একের পর এক নেতা সনাতন ধর্ম নিয়ে মন্তব্য করায়, তার জেরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করে। 'সনাতন ধর্মকে কুষ্ঠ এবং এইচআইভির মত রোগ, যা সামাজিক ব্যাধি হিসেবেও পরিচিত', তার সঙ্গে তুলনা করেন এ রাজা।

PM Narendra Modi (Photo Credit: ANI/Twitter)

ভোপাল, ১৪ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশের বীণায় হাজির হয়ে ফের ইন্ডিয়া জোটের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, ইন্ডিয়া জোটের সদস্যরা সনাতন ধর্মকে মুছে ফেলতে চায়। স্বামী বিবেকানন্দ, লোকমান্য তিলকরা যে ধর্ম থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন, এবার সেই ধর্মকে মুছে ফেলতে চায় ইন্ডিয়া জোটের সদস্যরা। সেই কারণে প্রকাশ্যে সনাতন ধর্মকে আক্রমণ করছে ইন্ডিয়া জোট। যার মাত্রা ক্রমাগত বাড়বে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশ জুড়ে সনাতন ধর্মের যে মানুষরা রয়েছেন, তাঁরা সতর্ক হন। সনাতন ধর্মকে যাঁরা মুছে ফেলতে চাইছেন, তাঁদের এই মনোভাব যাতে না থাকে, তার ব্যবস্থা করতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

 

সম্প্রতি ডিএমকে নেতা উদয়ানিধি স্ট্যালিন থেকে শুরু করে এ রাজা, একের পর এক নেতা সনাতন ধর্ম নিয়ে মন্তব্য করায়, তার জেরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করে। 'সনাতন ধর্মকে কুষ্ঠ এবং এইচআইভির মত রোগ, যা সামাজিক ব্যাধি হিসেবেও পরিচিত', তার সঙ্গে তুলনা করেন এ রাজা। যা নিয়ে রাজৈনিতক মহলে জোর তরজা শুরু হয়ে যায়।

কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গের নামও এই বিতর্কে উঠে আসে। তবে সনাতন ধর্ম নিয়ে তাঁর মন্তব্যের উলটো মানে করে বিজেপি প্রপাগন্ডা ছড়াতে চাইছে বলে পালটা দাবি করেন প্রিয়াঙ্ক খাড়গে।