The Kerala Story: 'দ্য কেরালা স্টোরি' দেখে বান্ধবীকে ধর্ষণ, ধর্ম পালটাতে জোরাজোরির অভিযোগ, গ্রেফতার

দ্য কেরালা স্টোরি দেখার পর লিভ ইন পার্টনারকে ধর্ম পালটাতে হবে বলে জোরাজুরি করে এক ব্যক্তি। এরপরই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে।

The Kerala Story (Photo Credit: Twitter)

ইন্দোর, ২৩ মে: দ্য কেরালা স্টোরি  মুক্তির পর থেকে জোর শোরগোল শুরু হয়েছে প্রায় গোটা দেশ জুড়ে।  দ্য কেরালা স্টোরি দেখার পর বান্ধবীকে ধর্ষণের অভিযোগ উঠল মধ্যপ্রদেশের এক ব্যক্তির বিরুদ্ধে। দ্য কেরালা স্টোরি দেখার পর লিভ ইন পার্টনারকে ধর্ম পালটাতে হবে বলে জোরাজুরি করে এক ব্যক্তি। এরপরই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার আকষ্মিকতায় চমকে ওঠেন বছর তেইশের ওই তরুণী।  এরপর ওই তরুণী পুলিশের দ্বারস্থ হন এবং দায়ের করেন এফআইআর।

পুলিশ সূত্রে খবর, দ্য কেরালা স্টোরি দেখার সময় থেকেই বান্ধবীর উপর অত্যাচার শুরু করে ওই ব্যক্তি। এফআইআর দায়েরের পরপরই ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয় অভিযোগ।



@endif