Madhya Pradesh : কুনো ন্যাশন্যাল পার্কে ছাড়া হল আরও ১ টি চিতাবাঘ
বীরা নামের ওই চিতাটিকে নওগাও ফরেস্ট রেঞ্জের কাছে ছাড়া হয়েছে
মধ্যপ্রদেশের কুনো ন্যাশন্যাল পার্কে (Kuno National Park) ছাড়া হল একটি মহিলা চিতা বাঘ। বীরা নামের ওই চিতাটিকে নওগাও ফরেস্ট রেঞ্জের কাছে ছাড়া হয়েছে যেটি পিপালবাওরি ফরেস্ট জোনে পড়ে। চিতাটিকে জঙ্গলে ছাড়ার সময় তার স্বাস্থ্য ভাল ছিল বলে জানিয়েছে বন দফতরের আধিকারিকেরা।
তিনদিন আগেই অগ্নি এবং বায়ু নামের দুটি চিতাকে আহিরা টুরিজম জোনের প্যারন্ড ফরেস্টের কাছে ছাড়া হয়েছিল। চিতা রিইন্ট্রোড্রাকশন প্রজেক্টের মাধ্যমে চিতাকে পর্যটকের কাছে দৃশ্যমান করে তোলার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদ্যাঞ্চল পর্বতের উত্তর দিকে কুনো ন্যাশন্যাল পার্ক অবস্থিত। যার আয়তন হচ্ছে প্রায় ৩৪৪.৬৮৬ স্কোয়ার কিলোমিটার।
১৭ সেপ্টেম্বর ২০২২ সালে নামিবিয়া থেকে আনা ৮ টি চিতাকে ছাড়ার মধ্যে দিয়ে প্রজেক্ট চিতার কাজ সম্পূর্ণ হয়েছিল। যা প্রায় ১ বছর হয়ে গেল। এছাড়া ফেব্রুয়ারী ২০২৩ সালে আফ্রিকা থেকে আনা ১২ টি চিতাবাঘকে জঙ্গলে ছাড়া হয়।
জীবজগতে এবং ভারতের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে এই চিতাগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নামিবিয়া এবং আফ্রিকা থেকে এই চিতাগুলিকে নিয়ে আসার জন্য যাদের অবদান গুরুত্বপূর্ণ তাদের মধ্যে রয়েছেন তিন দেশের বায়োলজিস্ট, সরকারী আধিকারিক এবং বিজ্ঞানীরা।