Coronavirus In India: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ইন্দোরের চিকিৎসকের
করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হয়ে এবার প্রাণ হারালেন দেশের এক চিকিৎসক। মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore) করোনা রোগীদের চিকিৎসায় যুক্ত ছিলেন ওই চিকিৎসক। কয়েকদিন আগে তিনি একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন, যাতে তিনি দাবি করেছিলেন, তিনি পুরোপুরি ভালো আছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হননি। তাঁর বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ করেন তিনি। এর ফলে ইন্দোরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২। শুধুমাত্র ইন্দোরেই মোট আক্রান্তের সংখ্যা ২১৩ বলে জানালেন এমজিএম মেডিকেল কলেজের জন সংযোগ আধিকারিক।
ইন্দোর, ৯ এপ্রিল: করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হয়ে এবার প্রাণ হারালেন দেশের এক চিকিৎসক। মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore) করোনা রোগীদের চিকিৎসায় যুক্ত ছিলেন ওই চিকিৎসক। কয়েকদিন আগে তিনি একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন, যাতে তিনি দাবি করেছিলেন, তিনি পুরোপুরি ভালো আছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হননি। তাঁর বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ করেন তিনি। এর ফলে ইন্দোরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২। শুধুমাত্র ইন্দোরেই মোট আক্রান্তের সংখ্যা ২১৩ বলে জানালেন এমজিএম মেডিকেল কলেজের জন সংযোগ আধিকারিক।
অন্যদিকে গোটা মধ্যপ্রদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮৫। মৃতের সংখ্যা ৩০। রাজ্যের প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, বুধবারই এই ইন্দোরে ৪০ জনের শরীরে মারণ ভাইরাস মিলেছে। ২৫ জন সুস্থ হওয়ার পরে হাসপাতাল ছাড়া পেয়েছেন। আরও পড়ুন: Coronavirus Lockdown: ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়াল ওড়িশা সরকার
রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Chief Minister Shivraj Singh Chouhan) বুধবার জানিয়েছেন ইন্দোর, ভোপাল এবং উজ্জয়েন পুরোপুরি সিল করা উচিত।