Madhya Pradesh: ইনস্টাগ্রামে বন্ধুত্বের ফাঁদে পা, কিশোরীকে ডেটে নিয়ে যাওয়ার নামে তোলা হল গাড়িতে, তারপর যা হল...

ইনস্টাগ্রামে বন্ধুত্বের টোপ দিয়ে এক কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল করল তিন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

ইনস্টাগ্রামে বন্ধুত্বের টোপ দিয়ে এক কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল করল তিন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে (Gwalior)। পরিবারের তরফ থেকে পুলিশে অভিযোগ জানানো হয়। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় প্রধান অভিযুক্ত এবং তাঁর সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তৃতীয়জন এখনও অধরা। পলাতক যুবকের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি অভিযান। অন্যদিকে নাবালিকা সুস্থ রয়েছে বলেই খবর। এদিকে ভাইরাল হওয়া তাঁর ভিডিও তড়িঘড়ি মধ্যপ্রদেশের পুলিশের আইটি টিম সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছে বলে খবর।

নির্যাতিতা কিশোরী পুলিশকে জানিয়েছে, গত জুন মাস থেকে ইনস্টাগ্রামে মূল অভিযুক্তের সঙ্গে কথা হচ্ছে। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হওয়ার পর দুজনে সিদ্ধান্ত নেয় আর ভার্চুয়ালি নয়, এবার সামনাসামনি দেখা করবে তাঁরা। এরপর জুলাই মাসে তাঁরা ডেটে যাওয়ার পরিকল্পনা করে। ঘটনার দিন সে রাস্তায় অপেক্ষা করছিল তখনই একটি গাড়িতে করে ওই যুবক আসে। এরপর গাড়িতে উঠতেই মেয়েটি দেখে গাড়ির মধ্যে আরও দুই অজ্ঞাত পরিচয়ের যুবক রয়েছে। আতঙ্কে সে গাড়ি থেকে নামতে গেলে তাঁকে আটকে দেয় অভিযুক্তরা। তারপর ওই গাড়িতে তিনজন মেয়েটিকে ধর্ষণ করে।

এমনকী গোটা ঘটনার ভিডিও তুলে নেয় যুবকরা। তারপর তাঁকে ব্ল্যাকমেল করা হয় যে পরিবার বা পুলিশকে জানালে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হবে। এরপর অবশ্য কয়েকদিন বাদে ভিডিও ভাইরাল হতেই মেয়েটি তার পরিবারকে সমস্তকিছু জানায়। তারপর তাঁরাই পুলিশ থানায় এসে অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে ভিডিওগুলি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে তদন্তকারী আধিকারিকরা। তদন্তে নেমে গতকাল মূল অভিযুক্ত সহ আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।