Ludo Game Affair: অনলাইনে লুডো খেলতে গিয়ে প্রেম, সীমান্ত পেরিয়ে সংসার করা হলনা পাকিস্তানি যুবতীর
একত্রে থাকার কথা জানাজানি হতেই পুলিশ যুবতীকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা এবং জাল কাগজপত্র সংগ্রহ করে দেশে থাকার অভিযোগে গ্রেপ্তার করে। ভারতের প্রেমিক ও পাকিস্তানের বান্ধবী দুজনকেই ব্যাঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে ব্যাঙ্গালুরু পুলিশ।
অনলাইনে প্রেম ,তারপর অনুপ্রবেশ এবং বিয়ে। আর তার জেরেই শ্রীঘরে জায়গা পেল পাকিস্তানের এক যুবতী ও ভারতের এক যুবক। ঘটনাটি সম্প্রতি নজরে এসেছে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। জানা গেছে অনলাইনে লুডো খেলতে গিয়ে উত্তরপ্রদেশের যুবকের প্রেমে পড়েছিল পাকিস্তান নিবাসী এক যুবতী। তারপরেই সংসার করার বাসনায় নেপাল হয়ে ভারতে এসেছিলেন প্রেমিকের সঙ্গে দেখা করতে। একে অপরের সাথে দেখা করার পরে, দুজনে বিয়ে করেন এবং বেঙ্গালুরুতে একসঙ্গে থাকতে শুরু করেন। তবে তাদের একত্রে থাকার কথা জানাজানি হতেই পুলিশ যুবতীকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা এবং জাল কাগজপত্র সংগ্রহ করে দেশে থাকার অভিযোগে গ্রেপ্তার করে। ভারতের প্রেমিক ও পাকিস্তানের বান্ধবী দুজনকেই ব্যাঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে ব্যাঙ্গালুরু পুলিশ।