Lucknow : ৭১ বছর বয়েসে প্রয়াত উর্দু কবি মুনাওয়ার রানা

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর

Photo ANI

প্রয়াত হলেন বিখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।দীর্ঘদিন ধরে গলার ক্যানসারে ভুগছিলেন তিনি। ১৪ জানুয়ারী রাতের দিকে সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিকেল সাইন্সেস হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তিনি রেখে গেছেন তার স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেকে। তাঁর ছেলে জানিয়েচেন ১৪ দিন আগে তাঁকে প্রথমে মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে এসজিপিজিআইতে ভর্তি করানো হয়। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৫২ সালে উত্তরপ্রদেশের রায় বেরেলিতে জন্মগ্রহন করেন তিনি। ২০১৪ সালে জ্ঞানপীঠ পুরষ্কারে ভূষিত হন তিনি। এছাড়াও আরও সে সমস্তাত পুরষ্রকারে তাঁকে ভূষিত করা হয়েছিল তার মধ্যে হল আমির খসরু অ্যাওয়ার্ড, মীর তাকি মীর অ্যাওয়ার্ড, গালিব অ্যাওয়ার্ড, ডক্টর জাকের হুসেন অ্যাওয়ার্ড এবং স্মরস্বতী সমাজ অ্যাওয়ার্ড। লেখা 'মা' নামের কবিতা উর্দু সাহিত্যের এক অমূল্য রতন বলে পরিচিত।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে অন্যান্য কবি সাহিত্যিকরা।