Commercial LPG prices Hike: এক ধাক্কায় ২৬৬ টাকা দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের, বাড়বে হোটেল, রেস্তরাঁতে খাওয়ার খরচ
এক ধাক্কায় ২৬৬ টাকা দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের (Commercial LPG)। দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের প্রতি লিলিন্ডারের (Cylinder) দাম এখন দিতে হবে ২ হাজার ৫০ টাকা। আগে দাম ছিল ১ হাজার ৭৩৪ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ২ হাজার ৭৩ টাকা ৫০ পয়সা।
নতুন দিল্লি, ১ নভেম্বর: এক ধাক্কায় ২৬৬ টাকা দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের (Commercial LPG)। দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের প্রতি লিলিন্ডারের (Cylinder) দাম এখন দিতে হবে ২ হাজার ৫০ পয়সা। আগে দাম ছিল ১ হাজার ৭৩৪ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ২ হাজার ৭৩ টাকা ৫০ পয়সা। মুম্বইয়ে দাম ১ হাজার ৯৫০ টাকা। চেন্নাইয়ে ১৯ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ১৩৩ টাকা।
বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ার কারণে নিশ্চিতভাবে এর প্রভাব সাধারণ মানুষর উপরে। হোটেল, রেস্তরাঁতে খাওয়ার খরচ বাড়বে। তাতে ঘুরপথে সাধারণ মানুষের উপরেই প্রভাব পড়বে।
পেট্রল-ডিজেলের দাম বেড়ে যাওয়ার ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। এখন রান্নার গ্যাসের দাম ২ হাজার পার করায় হোটেলের হেঁসেলেও আগুন ধরবে বলেই আশঙ্কা।