Snowfall Video: উত্তর ভারত জুড়ে প্রবল বৃষ্টির মাঝে আচমকাই এখানে ভারী তুষারপাত, দেখুন চোখ জুড়িয়ে যাওয়া ভিডিয়ো

দিল্লি থেকে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ থেকে হরিয়ানা। গুরগাঁও থেকে সিমলা, গোটা উত্তর ভারত জুড়ে ব্যাপক বৃষ্টি।

PHOTO CREDIT TWITER

সিমলা, ৯ জুলাই: একই সময়ে হিমাচলপ্রদেশে (Himachal Pradesh) দু রকম প্রাকৃতিক ছবি। একদিকে প্রবল বৃষ্টিতে বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে সব কিছু, অন্যদিকে সেখান থেকে কয়েকশো মাইল দুরে রাজ্যের অপরপ্রান্তে তুষারপাত চলছে। দিল্লি থেকে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ থেকে হরিয়ানা। গুরগাঁও থেকে সিমলা, গোটা উত্তর ভারত জুড়ে ব্যাপক বৃষ্টি। হিমাচলপ্রদেশের কুলু বাসস্ট্যান্ড জলের তোড়ে পুরো ভেসে গিয়েছে। এরই মাঝে হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলায় (Lahul-Spiti District) একেবারে অন্য ছবি। উত্তর ভারতে চলা প্রবল বৃষ্টির মাঝে লাহুল-স্পিতিতে চলছে ব্যাপক তুষারপাত।

লাহুলের ছবির মত সুন্দর গ্রাম লোসার পুরোপুরি বরফের চাদরে ঢেকেছে। ভারী বর্ষার মরসুমে লাহুল-স্পিতির বরফ পর্যটকদের হাতছানি দিচ্ছে। আরও পড়ুন- প্রবল বর্ষণে বিপন্ন জনজীবন, নদীর জলস্রোতে ভেসে গেল আস্ত গাড়ি

দেখুন ভিডিয়ো

জল পেরিয়ে অনেকেই লাহুলের তুষারে গা ভাসাতে আসতে শুরু করেছেন বলে খবর। তবে রাস্তায় বরফ জমে থাকায় যোগাযোগ ব্যবস্থার হাল খুব খারাপ।



@endif