Jalandhar: দাউদাউ করে জ্বলছে রামচন্দ্রের কুশপুতুল, ঘটনার তদন্তে পুলিশ
শ্রীরামচন্দ্রের কুশপুতুল (Lord Ram's Effigy) পুড়ছে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটির বিরুদ্ধে জলন্ধর থানায় অভিযোগ দায়ের করেন আইনজীবী অশোক সারিন। লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটি এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফেও এই বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য পেশ করা হয়নি।
জলন্ধর, ২৮ অক্টোবর: শ্রীরামচন্দ্রের কুশপুতুল (Lord Ram's Effigy) পুড়ছে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটির বিরুদ্ধে জলন্ধর থানায় অভিযোগ দায়ের করেন আইনজীবী অশোক সারিন। লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটি এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফেও এই বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য পেশ করা হয়নি। পড়ুন: 'Jihad' in Final Year Exam Paper: পুনে বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের প্রশ্নপত্রে 'জিহাদ'-র উল্লেখ, ক্ষমা চাইল কর্তৃপক্ষ
পঞ্জাবে রামের কুশপুতুল পোড়ার এই ঘটনাটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই আইনজীবী অশোর সারিনের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, দশেরার দিনে পঞ্জাবের একাধিক জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুকেশ আম্বানি এবং গৌতম আদানির কুশপুতুল পোড়ানো হয়েছে। কৃষি আইন সংশোধনের বিরুদ্ধে সরব হতেই এই পদক্ষেপ নিয়েছে পঞ্জাব বাসিন্দারা। নতুন কৃষি আইন সংশোধনের সময় থেকেই বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল পঞ্জাব। যার রেশ এখনও চলছে।