Jammu And Kashmir: হিজবুল মুজাহিদিনের শীর্ষ জঙ্গি আশরফ মৌলভিকে খতম করল সেনা বাহিনী
২০১৩ সালে আশরফ মৌলভি হিজবুল মুজাহিদিনে যোগ দেয়। জঙ্গি সংগঠনে যোগ দিয়ে ক্রমশ শীর্ষ নেতার পদ পায় আশরফ মৌলভি। তখন থেকেই পুলিশ এবং সেনা বাহিনী তার খোঁজ শুরু করে। কাশ্মীর উপত্যকায় য়ে কজন জঙ্গি রয়েছে, তার মধ্যে আশরফ মৌলভি অন্যতম।
শ্রীনগর, ৬ মে: হিজবুল মুজাহিদিনের (Hizb-ul-Mujahideen) কমান্ডার আশরফ মৌলভিকে গুলিতে ঝর্ঝরে করে দিল সেনা বাহিনী। শুক্রবার জম্মু কাশ্মীরের অনন্তনাগে সেনা, জঙ্গি গুলির লড়াই শুরু হয়। সেখানে হিজবুল কমান্ডার আশরফ মৌলভিকে শেষ করে দেয় বাহিনী। আশরফ মৌলভির সঙ্গে আরও ২ জঙ্গিকে আজ খতম করে সেনা বাহিনী। কাশ্মীরের আইজিপি বলেন, অমরনাথ যাত্রা যাতে কোনও বাধা সৃষ্টি না হয়, আশরফ মৌলভির মৃত্যুর পর তীর্থযাত্রীদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করা হল বলে মনে করা হচ্ছে।
২০১৩ সালে আশরফ মৌলভি হিজবুল মুজাহিদিনে যোগ দেয়। জঙ্গি সংগঠনে যোগ দিয়ে ক্রমশ শীর্ষ নেতার পদ পায় আশরফ মৌলভি। তখন থেকেই পুলিশ এবং সেনা বাহিনী তার খোঁজ শুরু করে। কাশ্মীর উপত্যকায় য়ে কজন জঙ্গি রয়েছে, তার মধ্যে আশরফ মৌলভি অন্যতম।
আরও পড়ুন: Arjun Chowrasia: মৃত বিজেপি নেতা অর্জুন চৌরাশিয়ার পরিবারের সঙ্গে দেখা করলেন অমিত শাহ
প্রসঙ্গত বৃহস্পতিবার সকালে অনন্তনাগ জেলা থেকে হিজবুলের আর এক জঙ্গিকে পাকড়াও করে সেনা বাহিনী। তার কাছ থেকে একাধিক অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়।