Loksabha Election 2024: মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগ দিচ্ছেন, প্রচারে বেরিয়ে বললেন হেমা
লোকসভা নির্বাচনে (Loksabha Election) এবারও মথুরা (Mathura) থেকে বিজেপির প্রার্থী হয়েছেন হেমা মালিনী (Hema Malini)। মথুরা থেকে দাঁড়িয়ে জোর কদমে প্রচার শুরু করেছেন বিজেপির অভিনেত্রী প্রার্থী। বুধবার মথুরায় প্রচারে বের হনন হেমা হলুদ রঙের শাড়ি পরে। বলেন, মানুষ স্বতস্ফূর্তভাবে তাঁর মিছিলে যোগ দিচ্ছেন। আমি শুধু মানুষের কাছে ভোটের প্রার্থনা করছি। প্রসঙ্গত লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর হেমা মালিনীকে কটাক্ষ করেন কংগ্রেসের রণদীপ সূর্যেওয়ালা। এমনই অভিযোগ করা হয় গেরুয়া শিবিরের তরফে। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়।
আরও পড়ুন: Loksabha Election 2024: 'মানুষের সম্পত্তি নিয়ে কংগ্রেস যা ইচ্ছা তাই করবে', কটাক্ষ স্মৃতির
দেখুন হেমা মালিনীর ভিডিয়ো...