Loksabha Election 2024: 'সম্মানহানির ভয়ে কোভিড টিকার শংসাপত্র থেকে মোদীর ছবি সরানো হয়েছে', কটাক্ষ লালু-কন্যার
লালু-কন্যার কটাক্ষ, যে কোনও কাজের 'ক্রেডিট' নেওয়া প্রধানমন্ত্রী মোদীর পুরনো অভ্যেস। কিন্তু বর্তমানে করোনা টিকাকরণের সন্দেহজনক ফলাফল সামনে আসতে শুরু করেছে। সেই কারণে সম্মানহানির ভয়েই টিকাকরণের শংসাপত্র থেকে মোদী নিজের ছবি সরিয়েছেন বলে দাবি করেন মিশা ভারতী।
পাটনা, ৩ মে: কোভিড ১৯ এর টিকাকরণের শংসাপত্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ছবি সরানো হয়েছে। মানহানির ভয়েই কি কোভিড (Covid 19 Vaccine) টিকারকরণের শংসাপত্র থেকে প্রধানমন্ত্রী মোদীর ছবি সরানো হল? এবার এমনই প্রশ্ন তুললেন লালু-কন্যা তথা আরজেডির মিশা ভারতী। আরজেডি নেত্রী বলেন, কোভিড রুখতে যে টিকা দেওয়া হয়েছে,তাতে সন্দেহজনক ফলাফল আসতে শুরু করেছে। সেই কারণে সম্মানহানি হতে পারে, এই চিন্তা থেকেই 'ভ্যাকসিন সার্টিফিকেট' থেকে প্রধানমন্ত্রী মোদীর ছবি সরানো হয়েছে বলে দাবি করেন মিশা (Misha Bharti)।
লালু-কন্যার কটাক্ষ, যে কোনও কাজের 'ক্রেডিট' নেওয়া প্রধানমন্ত্রী মোদীর পুরনো অভ্যেস। কিন্তু বর্তমানে করোনা টিকাকরণের সন্দেহজনক ফলাফল সামনে আসতে শুরু করেছে। সেই কারণে সম্মানহানির ভয়েই টিকাকরণের শংসাপত্র থেকে মোদী নিজের ছবি সরিয়েছেন বলে দাবি করেন মিশা ভারতী।
আরও পড়ুন: Loksabha Election 2024: 'জাতপাতের ভেদে সমাজকে ভাগ করতে চাইছে কংগ্রেস', অভিযোগ মোদীর
বিহারের দানাপুরে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে এভাবেই কটাক্ষ করেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কন্যা।