Loksabha Election 2024: সুপ্রিয়া যা বলেছেন তার উত্তর মান্ডির মানুষ দেবেন, কং নেত্রীর কটাক্ষের জবাবে বললেন কঙ্গনা

সোমবার নির্বাচন কমিশন যখন কঙ্গনাকে অপমানসূচক মন্তব্য করায় সুপ্রিয়া শ্রীনাথের প্রবল সমালোচনা করে, সেই সময় বিজেপি প্রার্থীও মুখ খোলেন। তবে এ বিষয়ে তিনি আর কোনও কথা বলতে রাজি নন বলে জানান কঙ্গনা।

Kangana Ranaut (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১ এপ্রিল: কঙ্গনা রানাউত (Kangana Ranaut) বিজেপির প্রার্থী হওয়ায় তাঁর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। সুপ্রিয়া শ্রীনাথের মন্তব্যের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনও। মডেল কোড অপি কনডাক্ট জারি। তাই যে কোনও প্রার্থীকে অপরের বিরুদ্ধে মন্তব্য করতে হলে, ভেবেচিন্তে করতে হবে বলেও জানানো হয় কিমশনের তরফে।

সোমবার নির্বাচন কমিশন যখন কঙ্গনাকে অপমানসূচক মন্তব্য করায় সুপ্রিয়া শ্রীনাথের (Supriya Shrinate ) প্রবল সমালোচনা করে, সেই সময় বিজেপি প্রার্থীও মুখ খোলেন। তবে এ বিষয়ে তিনি আর কোনও কথা বলতে রাজি নন বলে জানান কঙ্গনা। সুপ্রিয়া শ্রীনাথ যা বলেছেন, তার উত্তর মান্ডির সাধারণ মানুষ দেবেন বলেও মন্তব্য করতে শোনা যায় বিজেপির তারকা প্রার্থী কঙ্গনা রানাউতকে।

আরও পড়ুন: Loksabha Election 2024: কঙ্গনাকে অপমানজনক মন্তব্য, কংগ্রেসের সুপ্রিয়ার বিরুদ্ধে কড়া সমালোচনা কমিশনের

শুনুন কী বললেন কঙ্গনা...