Loksabha Election 2024: বন্দুক নিয়ে মনোনয়ন জমা করতে গেলেন প্রার্থী, কোমর থেকে উঁকি দিল আগ্নেয়াস্ত্র; দেখুন ভিডিয়ো
যে বিষয়ে পুলিশকে জিজ্ঞাসা করা হলে জানা যায়, লাইসেন্স করানো বন্দুক নিয়েই সত্যেন্দ্র কুমার মনোনয়ন পত্র জমা দিতে যান। যা দেখার পর পুলিশ ওই বিএসপি প্রার্থীকে লাইসেন্স দেখানোর কথা বলে।
লখনউ, ৯ মে: লোকভা নির্বাচনে (Loksabha Election) মনোনয়ন পত্র দাখিল করতে গিয়ে চোখে পড়ল এক অদ্ভুদ ছবি। যেখানে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) চন্দৌলির প্রার্থী সত্যেন্দ্র কুমার মৌর্যকে নিজের মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় কোমরে পিস্তল গুঁজে নিয়ে যেতে দেখা যায়। মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে চান্দৌলির প্রার্থীর যখন কোমরে গোঁজা বন্দুকের ঝলক দেখা যায়, তখন তা ক্যামেরাবন্দি হয়ে যায়। যে ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর গুঞ্জন ছড়ায়। সেই সঙ্গে শুরু হয় প্রবল সমালোচনা।
দেখুন ভিডিয়ো...
যে বিষয়ে পুলিশকে জিজ্ঞাসা করা হলে জানা যায়, লাইসেন্স করানো বন্দুক নিয়েই সত্যেন্দ্র কুমার মনোনয়ন পত্র জমা দিতে যান। যা দেখার পর পুলিশ ওই বিএসপি প্রার্থীকে লাইসেন্স দেখানোর কথা বলে। পুলিশের কথা শুনের নিজের বন্দুকের জন্য করানো লাইসেন্স প্রকাশ্যে আনেন বসপা প্রার্থী সত্যেন্দ্র কুমার।
শুনুন কী বললেন পুলিশ আধিকারিক...