Loksabha Election 2024: 'জগন্নাথও মোদীভক্ত' সম্বিত পাত্রের 'মুখ ফসকে' মন্তব্যের জের, উপবাস, 'প্রায়শ্চিত্ত' বিজেপি নেতার
সোমবার লোকসভা নির্বাচনের প্রচারে বের হন সম্বিত পাত্র। পুরী লোকসভা কেন্দ্রের প্রচারে সম্বিত পাত্রের সঙ্গে ছিলেন নরেন্দ্র মোদী। সোমবার রোড শোও করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর রোড শোয়ের পর তাঁর প্রশংসায় সাংবাদিক সম্মেলন করেন সম্বিত।
ভুবনেশ্বর, ২১ মে: লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে তিনি যে মন্তব্য করেছেন, তার জন্য ক্ষমাপ্রার্থী। মহাপ্রভু জগন্নাথের চরণে মাথা নত করে ক্ষমা চাইছেন বলে জানান সম্বিত পাত্র। পাশাপাশি নিজের ওই মন্তব্যের জন্য তিনি আগামী ৩ দিন উপবাস রাখবেন এবং প্রয়শ্চিত্ত করবেন। এবার এমনই জানালেন বিজেপি নেতা সম্বিত পাত্র।
সোমবার লোকসভা নির্বাচনের প্রচারে বের হন সম্বিত পাত্র। পুরী লোকসভা কেন্দ্রের প্রচারে সম্বিত পাত্রের সঙ্গে ছিলেন নরেন্দ্র মোদী। সোমবার রোড শোও করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর রোড শোয়ের পর তাঁর প্রশংসায় সাংবাদিক সম্মেলন করেন সম্বিত। আর সেখানে বলেন, প্রধানমন্ত্রী দেখতে বহু মানুষ জড়ো হয়েছেন। আর সেখানেই সম্বিত পাত্রকে বলতে শোনা যায়, 'জগন্নাথও মোদীর ভক্ত।' সম্বিত পাত্রের ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়ে যায়। যার জেরে যা বলেছেন, তা মুখ ফসকে বেরিয়ে গিয়েছে বলে মন্তব্য করেন সম্বিত পাত্র।
দেখুন কী লিখলেন সম্বিত পাত্র..
View this post on Instagram
বিজেডি থেকে শুরু করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মত শক্তিশালী বিরোধী দলগুলি সম্বিত পাত্রের মন্তব্যের তীব্র বিরোধিতা শুরু করে। এরপরই সম্বিত পাত্র জানান, তিনি যা বলেছেন,তার প্রায়শ্চিত্ত করতে ৩ দিন উপবাস করবেন। জগন্নাথের চরণে নতজানু হয়ে তিনি ক্ষমাপ্রার্থী বলেও জানান বিজেপি নেতা।