Lok Sabha Exit Poll 2024 Live Streaming: দেশজুড়ে জনমত সমীক্ষায় এগিয়ে রয়েছে এনডিএ জোট, অনেকটাই পিছিয়ে ইন্ডি জোট; দেখুন সমীক্ষা কী বলছে

02 Jun, 02:34 (IST)

জন কি বাতের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী 'আব কি বার' ৪০০ পার হচ্ছে না নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এন ডি এ জোটের। সমীক্ষা বলছে  ৪০০-র আগেই থামছে এন ডি এ(NDA)। তাদের রিপোর্ট অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধানী শাসক জোট ৩৭৭টি, INDIA জোট ১৫১টি এবং অন্যান্যরা ১৫টি আসন পেতে পারে।

এর মধ্যে বিজেপি একক ভাবে পেতে পারে ৩২৭ টি আসন এবং কংগ্রেস পেতে পারে ৫২টি। দেখুন কী বলছে সমীক্ষা-

 

02 Jun, 02:34 (IST)

জন কি বাতের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী 'আব কি বার' ৪০০ পার হচ্ছে না নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এন ডি এ জোটের। সমীক্ষা বলছে  ৪০০-র আগেই থামছে এন ডি এ(NDA)। তাদের রিপোর্ট অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধানী শাসক জোট ৩৭৭টি, INDIA জোট ১৫১টি এবং অন্যান্যরা ১৫টি আসন পেতে পারে।

এর মধ্যে বিজেপি একক ভাবে পেতে পারে ৩২৭ টি আসন এবং কংগ্রেস পেতে পারে ৫২টি। দেখুন কী বলছে সমীক্ষা-

 

02 Jun, 01:19 (IST)

টিডিপি-জেএসপি-বিজেপি জোট অন্ধ্রপ্রদেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে, এমনটাই সমীক্ষায় জানাল এবিপি-সি ভোটার জনসমীক্ষা। সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি-টিডিপি-জে এসপি জোট পেতে চলেছে ২০টি আসন। এবং মনে করা হচ্ছে এই ২০টি আসনের মধ্যে ৫টি আসন পেতে পারে বিজেপি। যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টির (YSRCP) জোট পেতে পারে ৫টি লোকসভা আসন। 

As per ABP C Voter #ExitPoll in Andhra Pradesh • JSP-TDP-BJP Alliance - 20 • YCP - 5

02 Jun, 24:49 (IST)

২০১৯ সালে ওয়াইএসআর কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি) বিপুল ভোটে জয় লাভ করেছিল। তাঁরা ১৭৫টি আসনের মধ্যে ১৫১টি আসন জিতেছিল এবং তেলেগু দেশম পার্টি (টিডিপি) ২৩টিতে জয়লাভ করেছিল। এছাড়া জনসেনা পার্টি (জেএসপি) একটি আসন নিয়ে আইনসভায় প্রবেশ করেছিল। 

তবে ২০২৪ সালে এগজিট পোল বলছে  ওয়াইএসআর কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি) পেতে পারে ১২৪-১২৮ টি আসন। তেলেগু দেশম পার্টি জোট পেতে পারে ৪৬-৪৯ টি আসন। এবং  ভারতীয় ন্যাশনাল কংগ্রেস (আইএনসি) পেতে পারে ১-৪টি আসন

#AGNINEWSSERVICES#ParliamentElection2024
EXIT POLL#Andhra Pradesh
YSRCP 124 to 128 seats
TDP Alliance 46 to 49 seats
CONGRESS 1 to 4 seats#ExitPollwithAgninewsservices pic.twitter.com/Fyo3lOQz1u

— Suresh Kumar (@journsuresh) June 1, 2024


প্রথম দফার ভোটের পর কেটে গিয়েছে দেড় মাস। আজ লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটের শেষ হতেই সবার নজর ফল ঘোষণার দিকে। আজ  দেশজুড়ে ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি লোকসভা আসনে ভোট হয়েছে। ভোটগ্রহণ হয়েছে পশ্চিমবঙ্গের ৯টি আসনেও।এর পাশাপাশি উত্তর প্রদেশের ১৩টি আসন, বিহারের ৮টি, হিমাচল প্রদেশের ৪টি, পঞ্জাবের ১৩টি, ওড়িশার ৬টি, ঝাড়খণ্ডের ৩টি ও চণ্ডীগড়েও ভোট গ্রহণ শেষ হয়েছে। এবার সকলের চোখ ৫৪৩ টি আসনের দিকে। কারণ ২টি আসন ইতিমধ্যেই বিজেপি তাঁদের দখলে নিয়েছে। ভোটের চূড়ান্ত পর্ব শেষ। এবার দেখে নেওয়ার পালা দেশজুড়ে ৫৪৩ টি লোকসভা নির্বাচনের ফলাফল কী হতে চলেছে। কী বলছে এক্সিট পোল-

 

 

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now