Lok Sabha Elections Results 2019: ঐতিহাসিক জয়ের পথে নরেন্দ্র মোদী, দিল্লি থেকে গুজরাট- উত্তর, পশ্চিম ভারতে মোদী ঝড়ে ধরাশায়ী বিরোধীরা, বাংলাতেও পদ্ম ফুটে দিদির চিন্তা বাড়ল
ঐতিহাসিক জয়ের পথে মোদী, দিল্লি থেকে গুজরাট- উত্তর- পশ্চিম ভারতে মোদী ঝড়ে ধরাশায়ী বিরোধীরা, বাংলাতেও পদ্ম ফুটল
নয়া দিল্লি, ২৩ মে: আয়েগা তো মোদী হি...বিজেপি (BJP)- র এই স্লোগানের পক্ষেই রায় দিল গোটা দেশ। দেশজুড়ে নিজের জনপ্রিয়তা ছড়িয়ে দেশের মসনদে ফিরলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। যে হিন্দি বলয় নিয়ে চিন্তায় ছিল বিজেপি, তাতে সসম্মানে পাশ করলেন মোদী। সঙ্গে যোগ হল পশ্চিমবঙ্গ (West Bengal) , ওডিশা (Odisha), ত্রিপুরা (Tripura) -র মত রাজ্য, যেখানে বিজেপি গত লোকসভা ভোটে সেভাবে ছাপ ফেলতে পারেনি। যে উত্তরপ্রদেশে মনে হচ্ছিল এসপি,বিএসপি মহাগটবন্ধন জোটের ফলে বিজেপি খারাপ ফল করবে, সেখানেও বিজেপি ভাল করল। গুজরাট, দিল্লি, রাজস্থানে সব কটা আসনেই জিতল বিজেপি। গতবারের চেয়েও বিজেপি-র ফল এবার ভাল হতে চলেছে সেটাও পরিষ্কার।
Lok Sabha Elections 2019 Results LIVE News Updates: ভোট গণনা (Vote Countings) র শুরুতে NDA এগিয়ে ৩৩৯টিতে, UPA ৯০টিতে। পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ২৪টিতে এগিয়ে তৃণমূল, ১৭টি-তে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ১টি আসনে। কেরালার ওয়ানাডে জয় নিশ্চিত করলেও আমেথিতে পিছিয়ে রাহুল গান্ধী।
বাংলার ছবি- বাংলায় বিজেপি দারুণ ফল করতে চলেছে তা এক্সিট পোলে আভাস ছিল। ভোট গণনার শুরুতেও ধরা পড়ছে সেই ছবি। ডবল ডিজিট তো বটেই একটা সময় বিজেপি এগিয়ে ছিল ১৯টি আসনে। তবে সেটা কিছুটা কমে এখন বিজেপি এগিয়ে ১৫টি-তে। বাম-কংগ্রেস ভোট ব্যাঙ্কে ধ্বস ও তৃণমূলের নিশ্চিত জেতা কিছু আসনে এগিয়ে থেকে রাজ্যে পদ্ম ফুটতে চলেছে। উত্তরবঙ্গ তো বটেই দক্ষিণ বঙ্গেও বিজেপি পুরো চিন্তায় ফেলে দিল মমতা ব্যানার্জিকে।
যে সব রাজ্যের কার্যত সব আসনে জিতছে বিজেপি
দিল্লি, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, ত্রিপুরা, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ
যে সব রাজ্যে বিজেপি প্রায় সব আসনেই জিতছে
মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, বিহার
যে সব রাজ্যে বিজেপি ভাল ফল করল
উত্তরপ্রদেশ, ওডিশা, অসম
যে সব রাজ্যে বিজেপি-র ফল প্রত্যাশার চেয়ে ভাল হল
পশ্চিমবঙ্গ, কর্নাটক
দেশজুড়ে মোদী ঝড়ের মাঝেও বিজেপি যেখানে খারাপ ফল করল
কেরালা, তামিলনাড়ু
উত্তরপ্রদেশ (Uttar Pradesh) :
মোট আসন: ৮০টি আসন
বিজেপি+: ৫৩
এসপি+বিএসপি: ২৬
কংগ্রেস: ১
---
মহারাষ্ট্র (Maharastra) :
মোট আসন: ৪৮টি
বিজেপি+শিবসেনা:৪৪
কংগ্রেস+ এনসিপি:৩
অন্যান্য: ১
------------
বাংলা:
মোট: ৪২টি আসন
তৃণমূল: ২৬টি
বিজেপি: ১৭টি
কংগ্রেস: ১টি
বামফ্রন্ট:০
-----
বিহার
মোট: ৪০টি আসন
বিজেপি+জেডিইউ+ আরএলডি: ৩৮টি
কংগ্রেস+ আরজেডি: ২টি
------------
তামিলনাডু (Tamil Nadu)
মোট আসন: ৩৯টি
কংগ্রেস+ ডিএমকে:৩৪টি
বিজেপি+এআইডিএমকে: ৩টি
---------------------
মধ্যপ্রদেশ (Madhya Pradesh)
মোট আসন: ২৯টি আসন
বিজেপি: ২৭টি
কংগ্রেস: ২টি
---------------------
কর্নাটক (karnataka)
মোট আসন: ২৮টি আসন
বিজেপি: ২৩টি
কংগ্রেস+জেডিইউ: ৪টি
অন্যান্য: ১টি
--------
গুজরাট (Gujrat)
মোট আসন: ২৬টি
বিজেপি: ২৬টি
কংগ্রেস: ০
------------------
রাজস্থান (Rajasthan)
মোট আসন:২৫টি
বিজেপি:২৫টি
কংগ্রেস:০
--------------
অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)
মোট আসন:২৫টি
YSR (জগনমোহন রেড্ডি) : ২৫টি
TDP (চন্দ্রবাবু নায়ডু) : ০টি
বিজেপি:০
কংগ্রেস:০
----------
ওডিশা (Odisha)
মোট আসন:২১টি
BJD: ১৩টি
বিজেপি: ৮টি
কংগ্রেস:০
-----------------
কেরালা (Kerala)
মোট আসন:২০টি
কংগ্রেস: ১৯টি
বামফ্রন্ট:১টি
বিজেপি:০
-------------
তেলেঙ্গানা (Telengana)
মোট আসন:১৭টি
কংগ্রেস: ৪টি
TRS: ৮টি
বিজেপি: ৫টি
কেসিআর-এর রাজ্যে বিজেপি গতবার একটা আসন জিতেছিল। কংগ্রেস পেয়েছিল ১টা। সেখান কেসিআর-এর টিআরএস পেয়েছিল ১১টা আসন। এবারও টিআরএস এখানে অনেক আসন জিতবে তা নিয়ে সন্দেহ নেই। তবে বিজেপি তলায় তলায় শক্তি বাড়িয়ে কটা আসন বের করতে পারে সেটাই দেখার।
----------
ঝাড়খণ্ড (Jharkhand)
মোট আসন:১৪টি
বিজেপি:১২টি
কংগ্রেস: ২টি
ঝাড়খণ্ডে গত লোকসভা ভোটে বিজেপি ১৪টি-র মধ্যে ১২টি-তে জিতেছিল বিজেপি। এবারও ফল ঠিক সেদিকেই যাচ্ছে
------------
অসম
মোট আসন:১৪টি
বিজেপি:১২
অন্যান্য:২
কংগ্রেস:০
--------------
পঞ্জাব (১৩টি আসন)
মোট আসন:১৩টি
কংগ্রেস:৮টি
বিজেপি: ৪টি
অন্যান্য:১টি
-----------
ছত্তিশগড়
মোট আসন:১১টি
বিজেপি: ৯টি
কংগ্রেস: ২টি
------------------
হরিয়ানা
মোট আসন:১০টি
বিজেপি:১০টি
কংগ্রেস:০
---------
জম্মু - কাশ্মীর (৬টি আসন)
মোট আসন:৬টি
পিডিপি:৪টি
বিজেপি: ২টি
কংগ্রেস+এনসি:০
--------------
উত্তরাখণ্ড
মোট আসন:৫টি
বিজেপি:
কংগ্রেস:
------------
হিমাচল প্রদেশ
মোট আসন:৪টি
বিজেপি:৪টি
কংগ্রেস:০
--------------
ত্রিপুরা (২টি আসন)
মোট আসন:৪টি
বিজেপি:২টি
বামফ্রন্ট:০
--------------
মনীপুর (২টি আসন)
মোট আসন:২টি
বিজেপি:২টি
কংগ্রেস:০
-----
অরুণাচল প্রদেশ- ২টি আসন
এনডিএ-২টি
ইউপিএ-০
----
মেঘালয় (২টি আসন)
কংগ্রেস-১টি
অন্যান্য-১টি
----
গোয়া ২টি আসন
মোট আসন
বিজেপি-১টি
কংগ্রেস-১টি
মিজোরাম (১টি আসন)
নাগাল্যান্ড (১টি আসন)
সিকিম (১টি আসন)
কেন্দ্রশাসিত অঞ্চল
দিল্লি (৭টি)
মোট আসন: ৭টি
বিজেপি: ৭টি
আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ (১টি)
-----
চণ্ডীগড় (১টি)
বিজেপি:১টি
---
দাদরা এবং নাগর হাভেলি (১টি)
লাক্ষাদ্বীপ (১টি)
পুদুচেরী (১টি)