Lok Sabha Election 2024: সাধারণ নাগরিকদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন, চিরঞ্জীবিরা (দেখুন ভিডিও)

লোকসভা নির্বাচনের পাশাপাশি আজ অন্ধ্র প্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচনও রয়েছে। অন্ধ্র প্রদেশের ২৫টি লোকসভা আসনেই ভোট গ্রহণ হবে আজ। তেলেঙ্গানাতেও এক দফাতেই ১৭টি আসনে ভোট গ্রহণ হবে।

Allu Arjun Cast His Vote Photo Credit: Twitter@ANI

লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট শুরু হয়েছে আজ সকাল থেকে। ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ চলছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি আজ অন্ধ্র প্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচনও রয়েছে। অন্ধ্র প্রদেশের ২৫টি লোকসভা আসনেই ভোট গ্রহণ হবে আজ। তেলেঙ্গানাতেও এক দফাতেই ১৭টি আসনে ভোট গ্রহণ হবে।  সাতসকালেই হায়দরাবাদের জুবিলি হিলসের ভোটকেন্দ্রে পৌঁছেছেন  সুপারস্টার আল্লু অর্জুন। লাইনে দাঁড়িয়ে বাকি সাধারণ নাগরিকের মতো ভোট দিয়েছেন তিনি। চোখে কালো চশমা ও লম্বা চুলে তাকে নতুন লুকে দেখা গেছে আজ সকালে।

ভোট দিয়ে বেরিয়ে সুপারস্টার আল্লু অর্জুন বললেন, “আগামী পাঁচ বছরের জন্য় আজকের দিনটি অত্য়ন্ত গুরুত্বপূর্ণ।"অনুগ্রহ করে আপনার ভোট দিন। এটি দেশের সকল নাগরিকের দায়িত্ব"

#WATCH | Telangana: Actor Allu Arjun casts his vote at a polling booth in Jubilee Hills, Hyderabad.

দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবীও সপরিবারে সকালেই ভোট দিলেন হায়দরাবাদের জুবিলি হিলস কেন্দ্রে। তিনি বলেন, "সকলকে নিজেদের ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাচ্ছি।" দেখুন ভিডিও -