Lockdown 4 Guidelines: ৩১ মে পর্যন্ত বাড়ল লকডাউন, দেখে নিন কোথায় ছাড়, কোথায় ছাড় নেই
নতুন দিল্লি, ১৭ মে: দেশজুড়ে ৩১ মে পর্যন্ত বাড়ল লকডাউনের (Coronavirus lockdown) মেয়াদ। চতুর্থ দফায় আরও ১৪দিন বাড়ল লকডাউন (Lockdown 4)। রাত ৯টায় গাইডলাইন নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠক করবেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা। ভিডিও কনফারেন্স। যদিও ৩১ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা আগেই বাড়ানোর কথা জানিয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও কর্নাটক সরকার।
ইতিমধ্যেই লকডাউনের চতুর্থ দফায় গাইনলাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। সেখানে বেশ কিছু বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। আবার কিছু বিষয় কোনও ছাড় দেওয়া হয়নি। আরও পড়ুন: Coronavirus Lockdown: ৩১ মে পর্যন্ত দেশে বাড়ল লকডাউনের মেয়াদ
এক নজরে দেখে নেব কোথায় কোথায় ছাড় নেই:
কোথায় ছাড় নেই:
এয়ার অ্যম্বুলেন্স ও চিকিৎসা পরিষেবা ছাড়া সমস্ত অভ্যন্তরীন এবং আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকবে।
মেট্রো রেল পরিষেবা, স্কুল, কলেজ ৩১ মে অবধি বন্ধ থাকবে।
হোটেল, রেস্তরাঁ, সিনেমা হল, মল, সুইমিং পুল, জিম বন্ধ থাকবে।
সমস্ত সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং উপাসনালয় বন্ধ থাকবে।
কোথায় কোথায় ছাড় নেই:
স্পোর্টস কমপ্লেক্স এবং স্টেডিয়ামগুলি খোলার অনুমতি দেওয়া হবে। তবে দর্শকদের ঢোকার অনুমতি দেওয়া হবে না।
রাজ্য ও কেন্দ্রশাসিত কেন্দ্রগুলির পারস্পরিক সম্মতিতে যানবাহন এবং বাস চালাতে পারবে।
রেড জোনে, শুধুমাত্র জরুরি পরিষেবাগুলির অনুমতি দেওয়া হবে।
অফিস এবং কাজের জায়গায় সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল করা বাধ্যতামূলক।
স্বাস্থ্য, পরিবার কল্যাণ মন্ত্রকের প্যারামিটারগুলি বিবেচনা করে রেড, অরেঞ্জ ও গ্রিন জোনগুলির বিষয়ে সংশ্লিষ্ট রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সিদ্ধান্ত নেবে।
জরুরি কাজ বাদে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত সারাদেশে চলাচল কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। অর্থাৎ কারফিউ লাগু থাকবে।
৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, গর্ভবতী মহিলা এবং ১০ বছরের কম বয়সী শিশুদের বাডিতেই থাকতে হবে কোনও কিছু জরুরি না হলে।