রাস্তায় উলটে পড়া লরি থেকে কোল্ড ড্রিঙ্কসের বোতল লুট করছে মানুষ, দেখুন ভিডিয়ো
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উলটে পড়েছিল একটি কোল্ড ড্রিঙ্কস বোঝাই একটি লরি। বিষয়টি জানতে পেরে কিছুক্ষণের মধ্য়ে ভিড় জমে যায় সেখানে। তারপরই লরিটি থেকে কোল্ড ড্রিঙ্কসের বোতল লুট হয়ে যায় চোখের নিমিষে।
কোলাপুর: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উলটে পড়েছিল (Overturned) একটি কোল্ড ড্রিঙ্কস (Cold Drinks) বোঝাই একটি লরি (Truck)। বিষয়টি জানতে পেরে কিছুক্ষণের মধ্য়ে ভিড় জমে যায় সেখানে। তারপরই লরিটি থেকে কোল্ড ড্রিঙ্কসের বোতল লুট (Loot) হয়ে যায় চোখের নিমিষে। মহারাষ্ট্রের (Maharastra) কোলাপুরে (Kolhapur) ঘটা এই ঘটনার ভিডিয়ো (Video) সোশ্যাল মিডিয়াতে (Social Media) পোস্ট হওয়ার পরেই ভাইরাল (viral) হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার মহারাষ্ট্রের কোলাপুরের পুইখাদি (Puikhadi) এলাকার কাছে কোলাপুর-রত্নাগিরি রোডে (Kolhapur-Ratnagari road)) উলটে গিয়ে গেছিল কোল্ড ড্রিঙ্কস বোঝাই একটি লরি। এর ফলে লরির চালক ও খালাসি জখম হন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিমিষে মানুষের ভিড় জমে যায় দুর্ঘটনাস্থলে। আর তারপরই যে যার মতো কোল্ড ড্রিঙ্কসের বোতল ও কার্টুন নিয়ে পালিয়ে যায়। আরও পড়ুন:
দেখুন ভিডিয়ো: