Lizard in Midday Meal: সবজিতে টিকটিকি, স্কুলের মিড ডে মিল খেয়ে অসুস্থ ৫০ পড়ুয়া
মিড ডে মিল (Midday Meal) খেয়ে অসুস্থ হয়ে পড়ল প্রায় ৫০ জন পড়ুয়া। গতকাল ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) ভাগলপুরের (Bhagalpur) জগদীশপুর সাইনো মিডল স্কুলে (Jagdishpur Saino Middle School)। ছাত্ররা দাবি করেছে যে রান্না করার সময় একটি টিকটিকি (Lizard) সবজিতে পড়ে য়ায়। তারপরও স্কুল প্রশাসন তাদের অন্যান্য খাবারের সঙ্গে ওই সবজি পরিবেশন করেছিল। খাওয়ার পর পড়ুয়াদের পেটে ব্যথা ও বমি শুরু হয়ে যায়।
পাটনা, ৬ অগাস্ট: মিড ডে মিল (Midday Meal) খেয়ে অসুস্থ হয়ে পড়ল প্রায় ৫০ জন পড়ুয়া। গতকাল ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) ভাগলপুরের (Bhagalpur) জগদীশপুর সাইনো মিডল স্কুলে (Jagdishpur Saino Middle School)। ছাত্ররা দাবি করেছে যে রান্না করার সময় একটি টিকটিকি (Lizard) সবজিতে পড়ে য়ায়। তারপরও স্কুল প্রশাসন তাদের অন্যান্য খাবারের সঙ্গে ওই সবজি পরিবেশন করেছিল। খাওয়ার পর পড়ুয়াদের পেটে ব্যথা ও বমি শুরু হয়ে যায়।
খবর পেয়ে অভিভাবকরা স্কুলে গিয়ে তাঁদের সন্তানদের জগদীশপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। জগদীশপুর বিডিও রঘুনন্দন আনন্দ জানিয়েছেন, অসুস্থদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন: Vice Presidential Election 2022 Live Updates: আজ উপ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ, জগদীপ ধনখড়ের সঙ্গে লড়াই মার্গারেট আলভার
তিনি বলেন, "আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি এবং রিপোর্ট জমা দিতে কর্তৃপক্ষকে বলেছি। খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট, শিক্ষার্থীদের বক্তব্য এবং তদন্ত রিপোর্ট আসার পরে ব্যবস্থা নেওয়া হবে।"