TMC: গো গোয়া অন, জানুন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ যেসব হেভিওয়েট কংগ্রেস নেতারা যোগ দিচ্ছেন তৃণমূলে

ত্রিপুরার পর এবার গোয়া। গোয়ায় নিজেদের শক্তি বাড়াতে ঝাঁপল তৃণমূল। বিশ্বের অবন্যতম সেরা পর্যটনস্থলের রাজ্যের রাস্তায় পড়েছে মমতা ব্যানার্জির পোস্টার, ব্যানার। এবার মমতার দলে নাম লেখাতে চলেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেরো সহ রাজ্যের শীর্ষস্তরীয় কংগ্রেস নেতৃত্ব।

TMC billboards in Goa. (Photo Credits: Twitter)

কলকাতা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরার পর এবার গোয়া (Goa)। গোয়ায় নিজেদের শক্তি বাড়াতে ঝাঁপল তৃণমূল (TMC)। বিশ্বের অন্যতম সেরা পর্যটনস্থলের রাজ্যের রাস্তায় পড়েছে মমতা ব্যানার্জির পোস্টার, ব্যানার। এবার মমতার দলে নাম লেখাতে চলেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেরো (Luizihno Faleiro) সহ রাজ্যের শীর্ষস্তরীয় কংগ্রেস নেতৃত্ব। তাঁদের মধ্যে আছেন গোয়া কংগ্রেসের সাধারণ সচিব যতীশ নায়েক, বিজয় পোই, মারিও পিন্টো দি সান্তনা ও আনন্দ নায়েক। গোয়া পুলিশের প্রাক্তন কর্তা তথা প্রাক্তন বিধায়ক লোভো মামলেদারও তৃণমূলে যোগ দিচ্ছেন।

আগামী বছর গোয়ায় বিধানসভা নির্বাচন। আম আদমি পার্টিও ৪০ আসনের ছোট্ট গোয়া বিধানসভায় জিততে ঝাঁপিয়েছে। গোয়া ছোট রাজ্য হলেও, আর্থিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা রাজ্য। গোয়ায় এখন ক্ষমতায় বিজেপি।

দেখুন টুইট

তবে গোয়ায় দলবদলের রাজনীতিটা এত তীব্র সেখানে সরকারের স্থায়িত্ব কম এবং আসন কম হওয়ায় জোর লড়াই হয়। ২০১৭ বিধানসভা নির্বাচনে গোয়ায় কংগ্রেস জিতেছিল ১৭টি আসনে, বিজেপি ১২টি-তে, মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টি, গোয়া ফরওয়ার্ড পার্টি ও নির্দলরা জেতেন ৩টি করে আসনে। এনসিপিও একটি আসনে জেতে। তবে আপ কোনও আসনে জিততে পারেননি। নির্দল ও কংগ্রেসের দলবদল করা বিধায়কদের নিয়ে কোনওরকমে সরকার গড়ে বিজেপি। মনোহর পারিক্করের মৃত্যুর পর গোয়ায় বিজেপি দুর্বল হয়ে পড়েছে।

বিজেপি-সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছে এখানে। কংগ্রেসের বিকল্প হতে তাই গোয়ায় ঝাঁপাচ্ছে তৃণমূল।