IPL Auction 2025 Live

Lawyers Protest Outside Lucknow Civil Court: গুলি কাণ্ডের প্রতিবাদে লখনউ আদালতের বাইরে বিক্ষোভ আইনজীবীদের, ঘটনাস্থলের ভিডিয়ো

বুধবার ভরদুপুরে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের দেওয়ানি আদালতের মধ্যে গুলি চালিয়ে খুন করা হয়েছে কুখ্যাত গ্যাংস্টার সঞ্জীব জীবাকে। এরপরই আদালত চত্ত্বরে এই ধরনের অসামাজিক কাণ্ড কী করে ঘটতে পারে তা নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীরা।

Photo Credits: ANI

লখনউ: বুধবার ভরদুপুরে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাজধানী লখনউয়ের দেওয়ানি আদালতের (Lucknow Civil Court) মধ্যে গুলি চালিয়ে খুন করা হয়েছে কুখ্যাত গ্যাংস্টার সঞ্জীব জীবাকে (Sanjeev Jeeva encounter)। এরপরই আদালত চত্ত্বরে এই ধরনের অসামাজিক কাণ্ড কী করে ঘটতে পারে তা নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীরা। লখনউ দেওয়ানি আদালতের বাইরে এই বিক্ষোভ কর্মসূচীকে (Lawyers protest outside Lucknow Civil Court) ঘিরে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

দেখুন ভিডিয়ো:

এদিকে দেওয়ানি আদালতের মধ্য়ে গুলি চালানোর ঘটনা প্রসঙ্গে লখনউয়ের ডিসিপি রাহুল রাজ (DCP Rahul Raj) বলেন, "আজকে সঞ্জীব জীবাকে আদালতের মধ্যে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আমাদের দুজন কনস্টেবলও (constables) জখম হয়েছিলেন (sustained injuries)। বর্তমানে তাঁরা ঠিক আছেন ও হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। আমি আগেই বলেছি যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।"

লখনউয়ের যুগ্ম পুলিশ কমিশনার উপেন্দ্র কুমার আগরওয়াল বলেন, "একজন দুষ্কৃতী সঞ্জীব জীবাকে আজকে গুলি করে খুন করা হয়েছে। তার সঙ্গে থাকা দুজন পুলিশকর্মীও জখম হয়েছেন। একজন শিশু জখম হয়েছিল, তাকে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।" আরও পড়ুন: Kejriwal & Akhilesh Yadav On Centre's Ordinance: অর্ডিন্যান্স নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ কেজরিওয়ালের, ভিডিয়োতে শুনুন অখিলেশ যাদবের বক্তব্য