Landline Users Need to Prefix ‘0’ to Call Mobile Phones: ১ জানুয়ারি থেকে ল্যান্ডলাইন থেকে মোবাইলে ফোন করতে লাগবে বাড়তি একটা ‘0’

আগামী বছরের শুরু থেকেই ল্যান্ডলাইন (landline) থেকে মোবাইল ফোনে (Mobile Phone) কল করতে গ্রাহকদের মোবাইল নম্বরের আগে যোগ করতে হবে একটি একটি শূন্য (0)। সারা দেশেই এই নিয়ম বাধ্যতামূলক হবে ১ জানুয়ারি ২০২১ সাল থেকে। নির্দিষ্ট লাইন এবং মোবাইল পরিষেবার জন্য পর্যাপ্ত নম্বরের সংস্থান নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিকম নিয়ন্ত্রক ট্রাই এ বছরের মে মাসে এই পদক্ষেপের সুপারিশ করেছিল।

ল্যান্ডলাইনেও আসবে ভিডিও কল (Photo Credits: Pexels )

নতুন দিল্লি, ২৫ নভেম্বর: আগামী বছরের শুরু থেকেই ল্যান্ডলাইন (landline) থেকে মোবাইল ফোনে (Mobile Phone) কল করতে গ্রাহকদের মোবাইল নম্বরের আগে যোগ করতে হবে একটি শূন্য (0)। সারা দেশেই এই নিয়ম বাধ্যতামূলক হবে ১ জানুয়ারি ২০২১ সাল থেকে। নির্দিষ্ট লাইন এবং মোবাইল পরিষেবার জন্য পর্যাপ্ত নম্বরের সংস্থান নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিকম নিয়ন্ত্রক ট্রাই এ বছরের মে মাসে এই পদক্ষেপের সুপারিশ করেছিল।

২০ নভেম্বরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সমস্ত নির্দিষ্ট ল্যান্ডলাইন গ্রাহককে '০' ডায়ালিং সুবিধা, এসটিডি ডায়ালিং সুবিধা প্রদান করতে হবে। এই নির্দেশটি কার্যকর করার জন্য সমস্ত টেলিকম পরিষেবা অপারেটরকে ১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আরও পড়ুন: PUBG India: গেমপ্রেমীদের জন্য সুখবর! ভারতীয় সংস্থা হিসেবে নথিভুক্ত হয়ে ফিরছে PUBG

টেলিকম বিভাগ জানিয়েছে যে সমস্ত ল্যান্ডলাইন গ্রাহকের সচেতনতার জন্য এ সম্পর্কে ঘোষণা করা যেতে পারে। যখনই কোনও গ্রাহক '0' আগে না যোগ করে মোবাইল নম্বরে কল করবেন, তখননই এই ঘোষণাটি বাজানো উচিত।