Lakshadweep: লাক্ষাদ্বীপের পর্যটনে জোর দিতে মিনিকয়তে তৈরি হতে পারে বিমানবন্দর, উড়তে পারে সেনা চপারও

লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপে বিমানবন্দর তৈরি করা হতে পারে। যেখান থেকে সেনা বিমান, চপার থেকে শুরু করে যাত্রীবাহি বিমানও চালানো যায়, সেই প্রচেষ্টা শুরু হয়েছে।

Lakshadweep (Photo Credit: Twitter)

দিল্লি, ৯ জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)  লাক্ষাদ্বীপ (Lakshadweep) সফরের পর থেকে ভারতের (India) এই কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গোটা দেশ জুড়ে জল্পনা চলছে। লাক্ষাদ্বীপে যাতে আরও বেশি করে পর্যটক সমাগম হয়, সেই কারণে এবার নেওয়া হতে পারে নয়া সিদ্ধান্ত। লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপে বিমানবন্দর তৈরি করা হতে পারে। যেখান থেকে সেনা বিমান, চপার থেকে শুরু করে যাত্রীবাহি বিমানও চালানো যায়, সেই প্রচেষ্টা শুরু হয়েছে। সরকারি সূত্রে এমন খবর মিলছে। যদিও কবে থেকে এই কাজ শুরু হবে, সে বিষয়ে এখনও সেভাবে কোনও খবর মেলেনি।

আরও পড়ুন: No Confidence Motion Against Maldives Govt: 'ভারত বিরোধী' মন্তব্য করে বিপাকে, মালদ্বীপ সরকারের বিরুদ্ধে অনাস্থার দাবিতে ফুঁসছেন বহু নেতা

তবে প্রধানমন্ত্রী মোদীর সফরের পর থেকে লাক্ষাদ্বীপ নিয়ে দেশের  মানুষের উৎসাহ যে দ্বিগুন হয়েছে, তার প্রমাণ গুগল সার্চের জোর। মোদীর সফরের পর থেকে লাক্ষাদ্বীপের কোন কোন সৈকত ঘোরার উপযুক্ত, কোথায় কোথায় বেড়াতে যাওয়া যায়, কীভাবে যাওয়া যায়, মানুষ জোর কদমে গুগলে তা পরীক্ষানীরিক্ষা শুরু করেছেন